Home sad news ছেলে খুবই কালো হওয়ায় মন্ডপেই বিয়ে করতে পারবেন না বলে জানিয়ে দিলেন...

ছেলে খুবই কালো হওয়ায় মন্ডপেই বিয়ে করতে পারবেন না বলে জানিয়ে দিলেন পাত্রী

বিয়ের মন্ডপে কনে সাফ জানিয়ে দেন, তিনি এই পাত্রকে বিয়ে করবেন না। সম্প্রীতি এমনই এক ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ।যা দেখে রীতি মত অবাক সকলে।
সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন ওই কনে।সবাই অবাক হচ্ছেন ছেলের কাণ্ড দেখে ।যা রীতিমতো হতবাক করে দিয়েছে সকলকে। ওই কনের কাণ্ড জন্ম দিয়েছে এক নতুন বিতর্কের। সাধারণত এমন ঘটনা সচরাচর দেখতে পাওয়া যায় না। বিয়ের মন্ডপে সকলের সামনে চূড়ান্ত অপমানিত হতে হয় বরকে।

সকলের সামনেই কনে জানিয়ে দেন, এই ছেলে খুবই কালো তাই আমি বিয়ে করতে পারব না।এটি উত্তরপ্রদেশের ঘটনা।রবি যাদব ও নিতা যাদব এর মধ্যে বিয়ে হচ্ছে।তারা একে অপরকে কে মালা পড়ায়। এরপর সাতপাকে ঘরে এবং বিয়ের নিয়ম পালন করেন ।ওই কনে দুই পাক ঘুরেই দাঁড়িয়ে যান এবং বলে ওঠেন এই ছেলেকে আমি বিয়ে করতে পারব না, কারণ তিনি খুবই কালো।

আচমকা কনের এমন কথা শুনে রীতিমতো চমকে ওঠেন বর। সেখানে উপস্থিত সকল অতিথিরাও অবাক হয়ে যান কনের এমন কাণ্ড দেখে। আচমকা নেওয়া সেই সিদ্ধান্তেই অনড় ছিলেন কনে। শেষ পর্যন্ত রবি যাদবকে বিয়ে না করেই, ফিরে যেতে হয় বাড়িতে।তাদের ছিল অরেঞ্জ ম্যারেজ ।এবং তারা একে অপরের সাথে আগে থেকেই মেলামেশা করতো।কিন্তু, আচমকা ওই কনে এমন কেন করল, তা এখনও জানা যায়নি।

ওই কনেকে প্রায় ছয় ঘন্টা ধরে বোঝানো হয়। কিন্তু, তাও তিনি মানতে চাননি। তিনি নিজের সিদ্ধান্তেই অনড় ছিলেন। কনে বারবার একই কথা বলতে থাকেন, এই ছেলে খুবই কালো, তাই একে আমি বিয়ে করতে পারব না।তবে এই কারণে প্রশ্ন উঠছে এই যুগেও কি ভাবে এখুনও মানুষ গা এর রং এর বিচার করেন।এখনও পাত্রী চাই বিজ্ঞাপণে গায়ের রঙ উল্লেখ করে দেওয়া হয়। সাধারণত মেয়ের গায়ের রঙ কালো হলে বিয়ে ভাঙতে দেখা যায়। কিন্ত�

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments