Home খবর ওমেন এমপাওয়ারমেন্টের অপব্যবহার? স্বামীর বিরুদ্ধে মামলা স্ত্রীর, হাজতবাস স্বামীর

ওমেন এমপাওয়ারমেন্টের অপব্যবহার? স্বামীর বিরুদ্ধে মামলা স্ত্রীর, হাজতবাস স্বামীর

এসিএন লাইফ নিউজ, ২১ সেপ্টেম্বর : কথায় আছে সত্যি কারের ভালোবাসা কখনও হার মানে না । কোনও না কোনওভাবে তার জয় হয় ঠিকই । কিন্তু বিপরীত ঘটনা দেখা গেল কাছাড় জেলার ধোয়ারবন্দ অঞ্চলের দক্ষিণ টিলার ২৩ বছরের যুবক সুদাম বাকতির ক্ষেত্রে । আনুমিক ছয় বছরের সম্পর্কের অপরাধে শেষমেষ তাঁকে ‘অপরাধী’ হয়ে শিলচর সেন্ট্রাল জেলে প্রায় ৩ মাস হাজত বাস করতে হয়েছিল ।

আমাদের দেশে নারীজাতির সুরক্ষার জন্য ওমেন এমপাওয়ারমেন্টের মাধ্যমে যে আইন বলবৎ করা হয়েছিল, আজকাল তা অপব্যবহারের প্রায় চরম সীমায় পৌঁছাচ্ছে । মহিলাদের সুরক্ষা প্রদান ও তাঁদের সম্মান জানানোটা যতটুকু কর্তব্য পুরুষ জাতির, সেই সম্মান অটুট রাখার কর্তব্য নারীজাতিরও ।

সম্প্রতি হাজত থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরলে গত ১৬ সেপ্টেম্বর ধোয়ারবন্দের দক্ষিণ টিলার পুরুষ ও মহিলারা স্বামী সুদাম বাকতি ও তাঁর পরিজনেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে সুদামের বিবাহিত স্ত্রী অনুশ্রী গোয়ালের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করে । সেই মিছিল করে ধোয়ারবন্দ বাজার স্থিত থানায় উপস্থিত হন তাঁরা । সেখানে উপস্থিত থানার বর্তমান ভারপ্রাপ্ত ওসি প্রণব কুমার ডেকা মহাশয়ের সঙ্গে প্রেমিক সুদামের উপরে স্ত্রী অনুশ্রীর দেওয়া বিভিন্ন আইপিসির ধারায় গত ৩ জুন যে মামলা হয়েছিল তার প্ররিপ্রেক্ষিতে সাংবাদিকদের সামনে বিবাহ জনিত নথিপত্র তুলে ধরেন । জানান, তড়িঘড়ি করে সুদামকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী অফিসার ওসি মনোজ রাজবংশী ।

এদিকে, অভিযোগ শোনার পর আইনি পরামর্শ নেওয়া কথা বলেন বর্তমান ওসি । থানার সামনে উপস্থিত সুদামের আত্মীয়রা সকলেই স্ত্রী অনুশ্রীর দেওয়া অভিযোগগুলো অনৈতিক বলে দাবি করেন । সুদামের ন্যায় বিচারের জন্য সংবাদ মাধ্যমের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে আইনি সহায়তা ও সাহায্য়ের আবেদনও করেন তাঁরা ।

আজকের এই প্রতিবাদী মিছিলে স্থানীয়রা উল্লেখ করেন, আইনিগত বিবাহ বন্ধনের পর ধোয়ারবন্দ থানায় অনুশ্রীর পরিজন, সুদাম বাকতির পরিজন ও পঞ্চায়েতের সদস্য সহ অন্যান্যদের উপস্থিতিতে অনুশ্রীর স্বইচ্ছায় সুদাম তাঁকে স্ত্রী স্বীকৃতি দিয়েছিল । তারপর তাঁরা একসাথে ১ মাস সংসারও করে । কিন্তু তারপরই এই রহস্য জনক ও অবিশ্বাস্য ঘটনাটি ঘটে ।

এই দিন উপস্থিত ছিলেন ‘জাস্টিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর সদস্য তথা লেখক ও সাংবাদিক হৃদয় দেবনাথ, সাংবাদিক দীপ দেব, সাংবাদিক আকাশ আলি মজুমদার, সাংবাদিক কুন্তল কুরী, সাংবাদিক জাকির হুসেইন লস্কর ও সাংবাদিক হরিহর ভট্টাচার্য সহ প্রমুখেরা ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments