এসিএন লাইফ নিউজ, ২১ সেপ্টেম্বর : কথায় আছে সত্যি কারের ভালোবাসা কখনও হার মানে না । কোনও না কোনওভাবে তার জয় হয় ঠিকই । কিন্তু বিপরীত ঘটনা দেখা গেল কাছাড় জেলার ধোয়ারবন্দ অঞ্চলের দক্ষিণ টিলার ২৩ বছরের যুবক সুদাম বাকতির ক্ষেত্রে । আনুমিক ছয় বছরের সম্পর্কের অপরাধে শেষমেষ তাঁকে ‘অপরাধী’ হয়ে শিলচর সেন্ট্রাল জেলে প্রায় ৩ মাস হাজত বাস করতে হয়েছিল ।
আমাদের দেশে নারীজাতির সুরক্ষার জন্য ওমেন এমপাওয়ারমেন্টের মাধ্যমে যে আইন বলবৎ করা হয়েছিল, আজকাল তা অপব্যবহারের প্রায় চরম সীমায় পৌঁছাচ্ছে । মহিলাদের সুরক্ষা প্রদান ও তাঁদের সম্মান জানানোটা যতটুকু কর্তব্য পুরুষ জাতির, সেই সম্মান অটুট রাখার কর্তব্য নারীজাতিরও ।
সম্প্রতি হাজত থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরলে গত ১৬ সেপ্টেম্বর ধোয়ারবন্দের দক্ষিণ টিলার পুরুষ ও মহিলারা স্বামী সুদাম বাকতি ও তাঁর পরিজনেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে সুদামের বিবাহিত স্ত্রী অনুশ্রী গোয়ালের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করে । সেই মিছিল করে ধোয়ারবন্দ বাজার স্থিত থানায় উপস্থিত হন তাঁরা । সেখানে উপস্থিত থানার বর্তমান ভারপ্রাপ্ত ওসি প্রণব কুমার ডেকা মহাশয়ের সঙ্গে প্রেমিক সুদামের উপরে স্ত্রী অনুশ্রীর দেওয়া বিভিন্ন আইপিসির ধারায় গত ৩ জুন যে মামলা হয়েছিল তার প্ররিপ্রেক্ষিতে সাংবাদিকদের সামনে বিবাহ জনিত নথিপত্র তুলে ধরেন । জানান, তড়িঘড়ি করে সুদামকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী অফিসার ওসি মনোজ রাজবংশী ।
এদিকে, অভিযোগ শোনার পর আইনি পরামর্শ নেওয়া কথা বলেন বর্তমান ওসি । থানার সামনে উপস্থিত সুদামের আত্মীয়রা সকলেই স্ত্রী অনুশ্রীর দেওয়া অভিযোগগুলো অনৈতিক বলে দাবি করেন । সুদামের ন্যায় বিচারের জন্য সংবাদ মাধ্যমের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে আইনি সহায়তা ও সাহায্য়ের আবেদনও করেন তাঁরা ।
আজকের এই প্রতিবাদী মিছিলে স্থানীয়রা উল্লেখ করেন, আইনিগত বিবাহ বন্ধনের পর ধোয়ারবন্দ থানায় অনুশ্রীর পরিজন, সুদাম বাকতির পরিজন ও পঞ্চায়েতের সদস্য সহ অন্যান্যদের উপস্থিতিতে অনুশ্রীর স্বইচ্ছায় সুদাম তাঁকে স্ত্রী স্বীকৃতি দিয়েছিল । তারপর তাঁরা একসাথে ১ মাস সংসারও করে । কিন্তু তারপরই এই রহস্য জনক ও অবিশ্বাস্য ঘটনাটি ঘটে ।
এই দিন উপস্থিত ছিলেন ‘জাস্টিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর সদস্য তথা লেখক ও সাংবাদিক হৃদয় দেবনাথ, সাংবাদিক দীপ দেব, সাংবাদিক আকাশ আলি মজুমদার, সাংবাদিক কুন্তল কুরী, সাংবাদিক জাকির হুসেইন লস্কর ও সাংবাদিক হরিহর ভট্টাচার্য সহ প্রমুখেরা ।