শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের খরমুজাঘাটের রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, পথকুকুরের তাড়া খেয়েই গত দু’দিন আগে নারকেল গাছে উঠে পড়ে বিড়ালটি। ভয়ে সেখানেই বসে থাকে সে। দু’দিন ধরে খাবার না পেয়ে দুর্বল হয়ে পড়ে বিড়ালটি। বিষয়টি সবার নজরে আসতেই স্থানীয় কাউন্সিলর দমকলকেন্দ্রে খবর দেয়।
ল্যাডার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা। কিন্তু গাছটির উচ্চতা বেশী থাকায়, বিড়ালটিকে উদ্ধার করতে রীতিমতো চেষ্টা চালাতে হয় তাদের। তবে দীর্ঘ চেষ্টার পর গাছ থেকে বিড়ালটিকে নামিয়ে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
এদিকে বিড়াল উদ্ধারের খবর পেয়ে ছুটে আসেন পশুপ্রেমী সংস্থার সদস্যরা। উদ্ধার হওয়া বিড়ালটির প্রাথমিক চিকিত্সা করে তারা। শেষপর্যন্ত অক্ষত অবস্থায় বিড়াল ছানাটিকে উদ্ধার করতে পেরে সকলেই খুব খুশী ।