১৯৮২ সালে মুক্তি পাওয়া এই ছবির বিখ্যাত গান ‘জিমি জিমি আজা আজা’ এখন ঘুরছে চিনবাসীর মুখে মুখে! শুধু তা-ই নয়, কোভিডের বিধিনিষেধ মানা নিয়ে সরকারের অনমনীয় অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই গাওয়া হচ্ছে এই গান।চিনের কয়েকটি প্রদেশে বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। বাড়ি থেকে বেরোনোয় বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। বেড়েছে খাদ্যদ্রব্যের দামও।
এ বার এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বলিউডের গানকে অস্ত্র বানালেন চিনের নাগরিকরা। চিনের সরকার নিয়ন্ত্রিত সমাজমাধ্যমে এই গানের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাতে বাটি নিয়ে এক চিনা তরুণী গানটি গাইছেন।এই গানের সঙ্গে নিজেদের প্রতিবাদকে কি ভাবে মেশালেন চিনের নাগরিকরা? জিমি’র অর্থ হল “আমায় ভাত দাও।”
এর সূত্র ধরেই বাকি গানটির অর্থ দাঁড়ায়, “আমায় কে ভাত দেবে? ভাতের জন্য আমাকে বাইরে বেরোতেই হবে।” আসলে এই গানের মাধ্যমে সরকারের উদ্দেশে বার্তা দেওয়া হচ্ছে যে, কোভিডের কারণে অত্যধিক পরিমাণে আরোপিত বিধিনিষেধ বন্ধ করা হোক।এই গানটি সে দেশে এত জনপ্রিয় হয়ে পড়েছে যে, গানটি গাওয়া বা গানটির সঙ্গে নাচ করা নিয়ে এখনও কোনও বিধিনিষেধ আরোপ করেনি সে দেশের সরকার।