Home ৩১ হাজার বিদ্যুৎ বিল ৩১ হাজার টাকা, না মেটানোর ফলে বিদ্যুৎ সংযোগ কেটে...

বিদ্যুৎ বিল ৩১ হাজার টাকা, না মেটানোর ফলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় কি ভাবে আলোর চাহিদা মেটাচ্ছে এই পরিবার দেখুন ।

আর বিদ্যুৎ নয়, এ বার টর্চ দিয়েই আলোর চাহিদা মেটাবেন তাঁরা।বিদ্যুৎ দফতর থেকে নোটিসও এসেছে নির্ধারিত দিনে বিল জমা দিতে হবে। এক হাজার বা দু’হাজার নয়, এক মাসে বিদ্যুতের বিল এসেছে ৩১ হাজার টাকা। এই বিপুল টাকার বিল কী দেবেন তা ভেবে আকুল গোটা পরিবার।নোটিসও এসেছে নির্ধারিত দিনে বিল জমা দিতে হবে। কিন্তু এত টাকা পাবেন কোথায়!

তাই শেষমেশ বাড়ির সকলে স্থির করেন, আর বিদ্যুৎ নয়, এ বার টর্চ দিয়েই আলোর চাহিদা মেটাবেন তাঁরা। যেমন ভাবনা, তেমন কাজ। পরিবারের সকলের জন্য মাথায় লাগানো টর্চ কিনে আনেন বাড়ির কর্তা। আর সেই টর্চ মাথায় লাগিয়েই আঁধার কাটাচ্ছে ওই পরিবার।ব্রিটেনের বাসিন্দা। তাঁর বাড়ির এক মাসের বিদ্যুতের বিল এসেছে ৩২০ পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩১ হাজার টাকা।

বিদ্যুতের বিলের বিশাল বোঝা মাথায় চাপতেই দিশাহারা অবস্থা হয় পরিবারের।পরিবারের সকলকে জানিয়ে দেন, এ বার থেকে আর বিদ্যুতের আলো নয়, টর্চের আলোতেই কাজ চালাতে হবে। ৮২০ টাকা করে মোট চারটি টর্চ কিনে আনেন টোডোরোভ। সূর্যাস্ত হলেই সেই টর্চ মাথায় লাগিয়ে নেন টোডোরোভ, তাঁর স্ত্রী এবং দুই ছেলেমেয়ে।

Most Popular

ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন,।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...

হাসিমুখে তিন সিংহ এর পিছনে হাঁটছেন তরুণী ভাইরাল ভিডিও।

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনটি সিংহকে আগে নিয়ে পেছনে হাসিমুখে তরুণী হেটে চলেছে। বেশ ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ভিডিওটি।গার্লফ্রমপ্যারাডাইস৯’ নামের একটি...

আলিয়া ভট্ট মাতৃত্ব এর সময়কাল কেমন উপভোগ করছেন তিনি।

মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা...

ক্রিকেট খেলতে গিয়ে হৃদ্‌‌রোগে মৃত্যু হলো দশম শ্রেণির ছাত্রের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।বুধবার কানপুরে বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। ব্যাটিং করছিল সে। রান নিতে গিয়ে দৌড়নোর সময় আচমকা পড়ে যায় ওই...

Recent Comments