এসিএন লাইফ নিউজ, ৯ ডিসেম্বর : সুস্থ হয়ে উঠলেন দেশের প্রথম ওমিক্রন আক্রান্ত হওয়া ব্যক্তি । তাঁর বয়স ৩৩ । তিনি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার । সম্প্রতি তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে । মহারাষ্ট্রের এই ব্যক্তিই দেশের প্রথম ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন ।
জানা গেছে, রিপোর্ট নেগেটিভ এলেও আরও ৭ দিন তাঁকে হোক কোয়ারেন্টিনে থাকতে হবে । আপাতত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে ।
অন্যদিকে, মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানান হয়েছে, ইউরোপের দেশগুলিতে শিশুদের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে । হু-এর তরফে জানানো হয়েছে, ৫ থেকে ১৪ বছর বয়সি শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে ।