প্রশংসায় ভরালেন প্রাক্তন পাক অধিনায়ক।
বল হাতে প্রথমে তিন উইকেট নেওয়ার পর চাপের মুখে ১৭ বলে অপরাজিত ৩৩ রান করেন তিনি। হার্দিকের খেলায় মুগ্ধ শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মনে করেন, ভারতের অলরাউন্ডার একার হাতেই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছেন।টুইট করে হার্দিককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আফ্রিদি।
লিখেছেন, ‘দুটো দল যখন এ রকম একটা বড় ম্যাচে খেলতে নামে এবং সেটা যখন শেষ বল পর্যন্ত গড়ায়, তখন বোঝা যায় কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সমর্থকরা তো এটাই দেখতে চান। দেখার মতো একটা লড়াই হল।
দুটো ইনিংসেই হার্দিক পাণ্ড্য নিজের উপস্থিতির প্রমাণ দিল। নাসিম এবং নওয়াজও খুব ভাল বোলিং করেছে।’রবিবার রোহিত শর্মা এবং বিরাট কোহলী পর পর ফিরে যাওয়ায় ক্রিজে আসেন হার্দিক। কঠোর মানসিকতা দেখিয়ে রান যেমন করেছেন, তেমনই বলও কম নিয়েছেন। শেষ ওভারে রবীন্দ্র জাডেজা আউট হওয়ার পরেও বিচলিত হননি তিনি।