Home খবর উৎসবের দিনে সুখবর সরকারি সূত্রে পরিমাণে কমলেও আরও তিন মাস বিনামূল্যে রেশন...

উৎসবের দিনে সুখবর সরকারি সূত্রে পরিমাণে কমলেও আরও তিন মাস বিনামূল্যে রেশন দিতে পারে কেন্দ্র।

উৎসবের দিনে সুখবর সরকারি সূত্রে পরিমাণে কমলেও আরও তিন মাস বিনামূল্যে রেশন দিতে পারে কেন্দ্র।

আরও তিন মাস বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো না হলেও, কেন্দ্রীয় প্রশাসনের একটি সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে সরকার। কোভিড অতিমারির সময়ে আর্থ-সামাজিক ভাবে বিপন্ন মানুষকে খানিক সুরাহা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রকল্পে প্রতি মাসে মাথাপিছু পাঁচ কেজি খাদ্যশস্য দেওয়া হয়।

আসন্ন উৎসবের মরসুমেই আরও তিন মাস বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে পারে কেন্দ্র।কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানা গিয়েছে, তিন মাসের এই মেয়াদবৃদ্ধির ফলে সরকারি কোষাগার থেকে ৪৫,০০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। অতিরিক্ত ব্যয় খানিক লাঘব করতে খাদ্যশস্যের পরিমাণ কমানোর প্রস্তাব করেছে অর্থ মন্ত্রক। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রুশ- ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে যে সকল প্রকল্পের জন্য ভর্তুকি দিতে হচ্ছে, সেই প্রকল্পগুলি চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে।

গত দু’বছরে বিনামূল্যে রেশন দেওয়ার জন্য সরকারের তরফে প্রায় তিন লক্ষ কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রক। ২০২০ সালে দেশে যখন কোভিড অতিমারির জন্য লকডাউন চলছে, তখন ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’ নামের এই প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের উপভোক্তা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাধীন ৮০ কোটিরও বেশি মানুষ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments