দুর্ঘটনায় আহত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো মিল্কি ফাঁড়ির পুলিশ প্রশাসন । প্রতিবন্ধী সার্টিফিকেট সহ খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য করে মানবিকতার পরিচয় দিল মিল্কি ফাঁড়ির পুলিশ ।
কয়েক মাস আগে মিল্কির আটগামা এলাকা থেকে মহারাষ্ট্র রাজ্যেরে নাসিকে টাওয়ারের কাজে যান আখতার শেখ।
সেখানে কিছুদিন কাজ করার পর টাওয়ার থেকে পড়ে গুরুতর আহত হয় আক্তার।গত এক মাস ধরে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে আক্তার শেখ। পরিবারের মূল রোজকারী গত এক মাস ধরে চিকিৎসাধীন থাকায় খুব কষ্টে দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা।আক্তার শেখের পরিবারের অবস্থা জানতে পেরে মিল্কি ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম সহ পুলিশ কর্মীরা সরকারি সাহায্য সহ খাদ্য সামগ্রী দিয়ে আসে ।
এদিন চাল ,ডাল ,আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ কিছু টাকা তুলে দেওয়া হয় ওই পরিবারের হাতে।
পাশাপাশি আহত আক্তার শেখের উন্নত চিকিৎসা করা হবে বোলে ঘোষণা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।