আধ ঘণ্টা কেটে গেলেও নিতে আসেনি অ্যাম্বুল্যান্স। পরোয়া না করে আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হল বুলডোজারে চাপিয়ে।পথ দুর্ঘটনার কবলে গুরুতর আহত হয়ে রাস্তায় কাতরাচ্ছেন এক ব্যক্তি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইক চেপে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন গাইরতলাইয়ের বাসিন্দা মহেশ বর্মণ। অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা খায় তাঁর বাইকটি।
দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনকে পুরো বিষয়টি জানিয়ে একটি অ্যাম্বুল্যান্স পাঠানোর কথা বলা হয়। কিন্তু আধ ঘণ্টা পরেও এসে পৌঁছয় না অ্যাম্বুল্যান্স। অবশেষে আহতের শরীর থেকে রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় তাঁকে বুলডোজারে চাপিয়েই হাসপাতালের উদ্দেশে রওনা দেন স্থানীয়রা।মধ্যপ্রদেশের কাটনির ঘটনা।তাঁর দোকানের বাইরেই এই দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুল্যান্সের জন্য অপেক্ষা করে করে অবশেষে তিনিই আহত মহেশকে বুলডোজারে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে জেলা হাসপাতালে পাঠানো হয়। মহেশকে বুলডোজারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার একটি ভিডিয়ো ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।মধ্যপ্রদেশে অ্যাম্বুল্যান্স ব্যতীত অন্য কোনও ভাবে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা প্রথম নয়। গত মাসে, দামোহ জেলার একই রকম একটি ঘটনা ঘটে। অ্যাম্বুল্যান্স না থাকায় আসন্নপ্রসবা স্ত্রীকে একটি ঠেলাগা়ড়ি করে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন ওই ব্যক্তি। প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের সরকার ।