বর্ধমান আরামবাগ রোডে সেহারা বাজার পুলিশ ফাঁড়ির সন্নিকট নয়ানজুলিতে একটি লরি উল্টে গিয়ে বিপত্তি ঘটলো। স্থানীয় সূত্রে জানা যায়, লরিটি আরামবাগের দিক থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় সেহারা গ্রাম পঞ্চায়েত অফিস পার করার পরই প্রথমে একটি গুমটিতে ধাক্কা মারে লরিটি।
তারপর লরিটি একটি কালভার্ট সহ একজন মানুষকে নিয়ে নয়ানজুলিতে পাল্টি খেয়ে পড়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ ছুটে আসেন শেয়ারা বাজার পুলিশ ফাঁড়ি র ওসি প্রীতম বিশ্বাস ও সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সনৎ দে। লরির তলায় চাপা পড়ে যাওয়া ব্যক্তির নাম মহাদেব দে।
তার বাড়ি সেহারা বাজার। দুর্ঘটনা গ্রস্থ লরিটির ড্রাইভার ও খালাসি পলাতক বলে জানা গেছে। জানা যায় ড্রাইভার মদ্দপ অবস্থায় ছিল। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।