বিশেষ করে রেল স্টেশনের কথা বললে ভারতে অবাক অবাক কিছু তথ্য উঠে আসবে। কিন্তু মুম্বাইয়ের মসজিদ বন্দর রেলওয়ে স্টেশনের ব্যাপারে আজ আমরা আলোচনা করতে চলেছি।মসজিদ বন্দর রেলওয়ে স্টেশন হল দক্ষিণ মুম্বাই (মুম্বাই) অঞ্চলের একটি রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনটি অতি প্রবীণ, সেই ১৮৭৭ সালে রেল চলাচল শুরু হয়েছিল। স্টেশনটির এরকম নামকরণের পেছনের অন্যতম কারণ হলো স্টেশনের সাথে একটি মসজিদটি সংযুক্ত রয়েছে তাই এরকম নাম রয়েছে।
আবার স্টেশনটির পাশেই রয়েছে মসজিদ বন্দর সেতু। যদিও এই স্টেশন নিয়ে খুব বেশি গল্প জানা যায়নি, তবে জানিয়ে রাখি যে, এই স্টেশনের আশেপাশে পাইকারি বাজারের কারণে প্রচুর ভিড় হয়। স্টেশনের পুর্ব দিকে রয়েছে আয়রন মার্কেট, পশ্চিম দিকে ডায়মন্ড ট্রেডার্স মার্কেট।
স্টেশনটির খুব কাছেই রয়েছে ছত্রপতি শিবাজি টার্মিনাস। এই স্টেশনে যাওয়ার সময় সমস্ত ট্রেন মসজিদবন্দর স্টেশন হয়েই যায়।গোটা মুম্বাইনগরীর নাম এসেছে এই দেবীর নামে। যদিও বর্তমানে নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে ওই স্টেশনের।