Home অভিযোগ থানায় ডাইরি করতেই মিলল খোঁজ পোষ্য পাখির

থানায় ডাইরি করতেই মিলল খোঁজ পোষ্য পাখির

হারিয়ে গিয়েছে পোষ্য টিয়া৷ তাও আবার যথেষ্ট দামি৷ নিখোঁজ টিয়াকে খুঁজে দেওয়ার ভার পেয়ে যেমন অবাক হয়েছিলেন, তেমন চিন্তাতেও পড়েছিলেন বালি থানার পুলিশকর্মীরা৷ কারণ আকাশে উড়ে যাওয়া পাখিকে খুঁজে আনা তো যে সে কথা নয়!বালি থেকে বর্ধমানে, উড়ে যাওয়া এক লাখি টিয়াকে খুঁজে আনল হাওড়া পুলিশ।ঘরে ফিরেছে ঘরের টিয়া৷ আফ্রিকান এই গ্রে প্যারটটির আদরের নাম রিও!এ মাসের ৭ তারিখ বালি থানার দ্বারস্থ হন৷ অভিযোগ ছিল, বাড়ির প্রিয় পোষ্য রিও নামের গ্রে প্যারটটি নিখোঁজ হয়ে গিয়েছে৷

আশেপাশে খুঁজে না পেয়ে শেষে বালি থানার দ্বারস্থ হন সরকার দম্পতি৷বালির বাসিন্দা তপন সরকার এবং তাঁর স্ত্রী স্বপ্না সরকার তাদের খুব সখের টিয়া ।তবে প্রথমে অভিযোগ নিতে গিয়েই দোনামোনায় ভুগছিলেন থানার পুলিশকর্মীরা৷ আকাশে উড়ে যাওয়া পাখিকে তাঁরা কোথায় খুঁজবেন, সেই নিয়েই দুশ্চিন্তায় পড়েন তাঁরা৷ এ দিকে তপন বাবু এবং তাঁর স্ত্রীও নাছোড়বান্দা৷ পাখির দামও লক্ষাধিক টাকা৷
শেষমেষ বালি থানার বড়বাবু সঞ্জয় কুণ্ড অভিযোগ পেয়ে অবশ্য বসে থাকেনি পুলিশ৷

সোর্স কাজে লাগিয়ে এবং বেশ কয়েকজন পাখি ব্যবসায়ীর সঙ্গেও কথা বলে পুলিশ৷ জানা যায় সরকার দম্পতির বাড়ি থেকে উড়ে গেলেও খুব বেশি দূরে উড়ে যেতে পারেনি পাখিটি৷ বরং বেশ কয়েক বার হাত বদল হয়ে বর্ধমানের একটি পরিবারের কাছে পৌঁছেছে সেটি৷
বর্ধমান পুলিশের সাহায্য নিয়ে প্রথমে সেই বাড়ি খুঁজে পায় বালি থানার পুলিশ৷ পরবর্তী কালে, ওই পরিবারের কাছে পুলিশ আবেদন করে রিও-কে ফিরিয়ে দেওয়ার জন্য৷রিওকে ফিরে পেয়ে যেমন খুশি বালির সরকার পরিবার, ঠিক ততটাই খুশি পুলিশ কর্মীরা৷ হাওড়া সিটি পুলিশের দাবি, বালি থানার এই মানবিক উদ্যাগ হা

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments