এসিএন লাইফ নিউজ, ৩০ অক্টোবর : দিনহাটায় ভোট চলাকালীন হৃদরোগে আক্রান্ত হলেন প্রিসাইডিং অফিসার । দিনহাটার ৯০ নম্বর বুথের ডিউটিতে ছিলেন তিনি । আপাতত ওই বুথে বন্ধ রয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া ।
অন্যদিকে, দিনহাটার একাধিক বুথের বাইরে তৃণমূল কর্মীদের বেআইনি জমায়েত লক্ষ্য করা যায় বলে বিজেপির অভিযোগ । বিজেপির অভিযোগ পেয়ে ভিড় হঠায় পুলিশ ।
প্রসঙ্গত, আজ চার আসনে উপ নির্বাচন । দিনহাটা, খড়দা, গোসাবায় ত্রিমুখী লড়াই । শান্তিপুর উপনির্বাচনে লড়াই চতুর্মুখী । ভোট চলবে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত ।