Home অভিযোগ ছোট্ট ছেলেকে গাছে বেঁধে রাখলেন পুরোহিত, মারধরের অভিযোগ

ছোট্ট ছেলেকে গাছে বেঁধে রাখলেন পুরোহিত, মারধরের অভিযোগ

শনিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। সেখানকার একটি জৈন মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম রাকেশ জৈন। সাগর জেলার জৈন সিদ্দায়তন মন্দিরের পুরোহিত তিনি। অভিযোগ, ঈশ্বরের জন্য রেখে দেওয়া বাদাম খেয়ে ফেলেছে, এই সন্দেহে দলিত বালককে দড়ি দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রেখেছিলেন রাকেশ। বেশ কিছু ক্ষণ বাঁধা অবস্থাতেই ছিল ওই বালক। ভিডিয়োতে দেখা গিয়েছে, গাছে বাঁধা অবস্থায় কান্নাকাটি করছে ছোট্ট ছেলেটি।

সামনেই দাঁড়িয়ে আছেন অভিযুক্ত পুরোহিত।ঈশ্বরের জন্য রাখা বাদাম খেয়ে ফেলায় দলিত বালককে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠল মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে। বাচ্চাটিকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সংশ্লিষ্ট পুরোহিতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।ওই বালকের পরিবারের তরফে মন্দিরের বাদাম খেয়ে ফেলার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তার বাবা জানিয়েছেন, তাঁর ছেলে মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে ছিল।

তাকে ভিতরে ঢুকতে দেখেই খেপে যান পুরোহিত। মারধর শুরু করেন। তার পর দড়ি দিয়ে বেঁধে রাখেন গাছে।বাচ্চাটির বাবা ওই পুরোহিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তথাকথিত নিচু জাতের বলেই ছেলের সঙ্গে এই আচরণ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। রাকেশ জৈনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত চলছে।পুলিশ সূত্রে খবর, বালকটির বয়‌স মাত্র ১১ বছর। সে যাতে পালিয়ে যেতে না পারে, তাই তাকে ও ভাবে গাছের সঙ্গে বেঁধে রেখেছিলেন অভিযুক্ত। তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে বাচ্চাটির দেহে আঘাতের চিহ্ন রয়েছে।

 

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments