গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল করল পুলিশ। উদ্ধার বেশ কিছু ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম । ঘটনায় গ্রেফতার ছয় জন । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। আজ ভোররাতে বারুইপুর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের হিমচি এলাকায় বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়েছে।
খবর পাওয়ার পরেই বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। অন্ধকারের সুযোগে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ছয় জনকে হাতেনাতে ধরে ফেলে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র সহ ডাকাতির সরঞ্জাম।
ডাকাতির উদ্দেশ্যেই দশ বারো জনের দলটি জড়ো হয়েছিল বলে জানা যায় পুলিশ সূত্রে। পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।