নাকা চেকিং চালানোর সময় সাফল্য মানিকচক থানার পুলিশের।একধিক নামিদামি কোম্পানির চুরির মোবাইল ফোন সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করলো মালদার মানিকচক থানার পুলিশ।রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্ত নেমেছে পুলিশ। শনিবার রাতে মানিকচকের চন্ডিপুর এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল মানিকচক থানার পুলিশ।
সেই সময় সন্দেহ ভাজক একজন বাইক আরোহীকে দাঁড় করিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে নামিদামি কোম্পানির অবৈধ ১২ টি মোবাইল ফোন উদ্ধার হয়। এরপরই পুলিশ ধৃতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ধৃতের কাছ থেকে একটি মোটর বাইক ও পুলিশ হেফাজতে নিয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া মোবাইল ফোন গুলি চুরির রয়েছে।ধৃতের নাম সাইদুর রহমান, বাড়ি মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা এলাকায়।
পুলিশ জানিয়েছে,মালদা শহরের দিক থেকে মানিকচকের উদ্দেশ্যে মোটর বাইকে করে আসছিলেন ধৃত ব্যক্তি। এই মোবাইলগুলি অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্য ছিল বলেই প্রাথমিক অনুমান পুলিশের। সমস্ত মোবাইলে নামিদামি কোম্পানির।সবমিলে বাজার মূল্য লক্ষাধিক টাকা।