Home আলাদা মানব জীবনে সোনার কদরই আলাদা। তবে আপনি কি জানেন এত সোনা পৃথিবীতে...

মানব জীবনে সোনার কদরই আলাদা। তবে আপনি কি জানেন এত সোনা পৃথিবীতে এল কোথা থেকে?দেখুন সেই তথ্য।

সাধারণ মানুষ সোনা বলতে বোঝেন সোনার গয়না। যা তাঁরা অত্যন্ত যত্ন করে রেখে দেন। এই সোনা পৃথিবীতে এল কোথা থেকে জানেন?সাধারণ মানুষের কাছে সোনা মানেই গয়না। সোনাকে অন্য কোনভাবে তাঁরা বিশেষ রাখেন না। তবে যে সোনার গয়না তাঁরা রাখেন তা রাখা থাকে অতি সযত্নে।ব্যাঙ্কের লকারে বা আলমারিতে চাবি দিয়ে সোনার জিনিস রাখা হয়। বিশ্বের সব প্রান্তেই কিন্তু সোনার কদর প্রশ্নাতীত।

কিন্তু পৃথিবীর মাটির তলায় এত সোনা এল কোথা থেকে? এর উত্তর খুঁজতে পিছিয়ে যেতে হয় ৪০০ কোটি বছর আগে।সে সময় পৃথিবীর মাটিতে একের পর এক আছড়ে পড়ছিল গ্রহাণু এবং উল্কাপিণ্ড। পৃথিবী সবে তৈরি হয়েছে। সেই সময় প্রায় ২০ কোটি বছর ধরে কার্যত সবে তৈরি হওয়া পৃথিবীর ওপর উল্কাপাত হতে থাকে। তাও হাজার হাজার।বহির্বিশ্ব থেকেই সোনার আমদানি হয় পৃথিবীতে।

ওই ২০ কোটি বছরেই অধিকাংশ পরিমাণ সোনা পৃথিবীতে পৌঁছে যায়। যা সে সময় মাটির তলায় জমা হয়। তারপর মাটির তলাতেই ৪০০ কোটি বছর কাটিয়ে দেয়।সেই সোনাই মাটির তলা থেকে তুলে ব্যবহার করছে মানুষ। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সৃষ্টির সময় লোহার মত ভারী ধাতুর যেমন অবদান আছে, তেমনই আছে সোনারও। যা আজ দাঁড়িয়ে আছে মানুষের কাছে এক অতি মূল্যবান ধন হিসাবে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments