সাধারণ মানুষ সোনা বলতে বোঝেন সোনার গয়না। যা তাঁরা অত্যন্ত যত্ন করে রেখে দেন। এই সোনা পৃথিবীতে এল কোথা থেকে জানেন?সাধারণ মানুষের কাছে সোনা মানেই গয়না। সোনাকে অন্য কোনভাবে তাঁরা বিশেষ রাখেন না। তবে যে সোনার গয়না তাঁরা রাখেন তা রাখা থাকে অতি সযত্নে।ব্যাঙ্কের লকারে বা আলমারিতে চাবি দিয়ে সোনার জিনিস রাখা হয়। বিশ্বের সব প্রান্তেই কিন্তু সোনার কদর প্রশ্নাতীত।
কিন্তু পৃথিবীর মাটির তলায় এত সোনা এল কোথা থেকে? এর উত্তর খুঁজতে পিছিয়ে যেতে হয় ৪০০ কোটি বছর আগে।সে সময় পৃথিবীর মাটিতে একের পর এক আছড়ে পড়ছিল গ্রহাণু এবং উল্কাপিণ্ড। পৃথিবী সবে তৈরি হয়েছে। সেই সময় প্রায় ২০ কোটি বছর ধরে কার্যত সবে তৈরি হওয়া পৃথিবীর ওপর উল্কাপাত হতে থাকে। তাও হাজার হাজার।বহির্বিশ্ব থেকেই সোনার আমদানি হয় পৃথিবীতে।
ওই ২০ কোটি বছরেই অধিকাংশ পরিমাণ সোনা পৃথিবীতে পৌঁছে যায়। যা সে সময় মাটির তলায় জমা হয়। তারপর মাটির তলাতেই ৪০০ কোটি বছর কাটিয়ে দেয়।সেই সোনাই মাটির তলা থেকে তুলে ব্যবহার করছে মানুষ। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সৃষ্টির সময় লোহার মত ভারী ধাতুর যেমন অবদান আছে, তেমনই আছে সোনারও। যা আজ দাঁড়িয়ে আছে মানুষের কাছে এক অতি মূল্যবান ধন হিসাবে।