Home অবশেষে রণক্ষেত্রে বিয়ের অনুষ্ঠান টি অবশেষে রণক্ষেত্রে পরিণত হলো,কিন্তু কেনো?

বিয়ের অনুষ্ঠান টি অবশেষে রণক্ষেত্রে পরিণত হলো,কিন্তু কেনো?

নিঃসন্দেহে অবাক করে দেবে সবাইকে এই ঘটনাটি। হরিয়াণার (Haryana) হিসারের হানসির ঘটনা।বিবাহের অনুষ্ঠান (Marriage Ceremony) মানেই অতিথিদের ভিড়ে সেখানে হয় দেদার আনন্দ বর-কনের কাছেও জীবনের একটি অন্যতম বিশেষ মুহূর্ত সেই দিনটি।তবে যা ঘটেছে টা অবাক করার মতো।গত শুক্রবার রাতে হরিয়াণার (Haryana) হিসারের হানসিতে একটি বিয়ের অনুষ্ঠানে বর এবং কনে পক্ষের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এমনকি, পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও চলে।

এরপর বিয়ে না করেই ফিরে যান বর। এদিকে, ওই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলেও খবর মিলেছে। এমতাবস্থায়, আহতদের চিকিৎসার জন্য সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।কনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিয়ের সময় বরপক্ষ যৌতুক দাবি করে।অভিযোগ অস্বীকার করে তাদের কথা হলো, পাত্রপক্ষ বর নিয়ে বরযাত্রীদের পৌঁছতে কিছুটা দেরি হওয়াতেই কনের ভাই বাইরে থেকে কিছু লোককে ডেকে এনে তাঁদের উপর হামলা চালায়। যদিও, সামগ্রিকভাবে এই ঘটনা এখন উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এই প্রসঙ্গে কনের বাবা বিজয় কুমার জানান, বরের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়। ওই টাকা না দেওয়ায় বিবাদ শুরু হয়। এমনকি, এই কারণে পাত্রপক্ষের লোকজন বিয়ের অনুষ্ঠানে ভাঙচুর চালায় ও মারধর করে বলেও অভিযোগ উঠেছে। যার জেরে কনের মামা দীপক ও ধর্মেন্দ্র আহত হন।

খবর পেয়ে ওইদিন রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এই প্রসঙ্গে থানা ইনচার্জ কৃষ্ণ কুমার জানান, রাতে তিনি খবর পান পাত্রের পরিবার যৌতুক দাবি করেছে এবং যৌতুক না দেওয়ায় বিয়ের মিছিল ফিরিয়ে নিয়ে গিয়ে মারধরও করা হয়েছে। এই খবরের ভিত্তিতে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। এই প্রসঙ্গে অভিযোগ পাওয়ার পর পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments