শুধু রাজ্য বা দেশ নয়, পৃথিবীর একমাত্র পরচুল তৈরি হয় হাওড়ার জগৎবল্লভপুরের পার্বতীপুরেই । রাজ্য থেকে দেশ আবার দেশ ছাড়িয়ে ভিনদেশেও প্রতিমা থেকে যে কোনও মূর্তি তৈরিতে ব্যবহৃত হয় পার্বতীপুরের পরচুলা, দাবি ব্যবসায়ীদের | পার্বতীপুর গ্রামটিতে বসবাসকারীদের মধ্যেই ৯৫ শতাংশ মানুষই সংখ্যালঘু সম্প্রদায়ের।
অন্য ধর্মের মানুষ হলেও তাঁরাই বংশপরম্পরায় বানিয়ে আসছেন হিন্দু ধর্মের দেবদেবীর মূর্তির মাথার চুল।একটা গোটা গ্রাম। গ্রামের ৯৫ শতাংশ মানুষ ক্রমাগত কাজ করে চলেছেন পুজোর জন্য। অপেক্ষা করছেন মায়ের আসার। কারণ, তাঁদের হাতেই কেশরাজিতে সাজবেন মা দুর্গা। হোক বৃত্ত আলাদা, হোক তাঁদের আরাধনার প্রকার ভিন্ন। তবু তাঁরা নিজ গোষ্ঠীর উৎসবের ছুটিকে দূরে সরিয়ে তৈরি করছেন মায়ের মাথার চুল। জগৎবল্লভপুরের পার্বতীপুরের মানুষেরা এখন ব্যস্ত ঠাকুরের পরচুলা তৈরিতে ।
এই পরচুলাই এই গ্রামের অর্থনীতি বহন করে। সারাবছরই এখানে এই কাজ হয়, তবে বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপুজোতে সব থেকে বেশি ব্যস্ত থাকেন এই গ্রামের মানুষজনেরা | পুরুষরা মূলত পাটকে রঙ করা ও তৈরী হওয়া পরচুলা বাজারে বিক্রির কাজ করেন | রঙ করা পাটকে চুলের রূপ দেন বাড়ির মহিলারই।