Home viral রূপান্তরিত যুগলের ইচ্ছাপূরণ, অন্তঃসত্ত্বা ‘স্বামী

রূপান্তরিত যুগলের ইচ্ছাপূরণ, অন্তঃসত্ত্বা ‘স্বামী

রূপান্তরিত যুগলের ইচ্ছাপূরণ ।পুরুষের শরীর নিয়ে জন্মেছিলেন ডানা সুলতানা। তবে তাঁর মধ্যে বরাবরই আটকে ছিল নারীমন। নিজেকে নারী বলে ভাবতেই স্বচ্ছন্দ তিনি।ডানার স্বামী এস্তেবান ল্যান্ড্রুর আবার নারীর শরীর নিয়ে জন্ম। কিন্তু তিনি নিজেকে পুরুষ ভাবতে পছন্দ করেন।কলম্বিয়ার রূপান্তরিত মডেল ডানার স্বামী অন্তঃসত্ত্বা হয়েছিলেন ২০২০ সালে। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীদের কাছে সুখবরটা শুনিয়েছিলেন ডানাই।

সকলের কাছে নিজেকে নারী হিসাবেই পরিচয় দেন ডানা। ঘরও বেঁধেছেন সমমনস্কের সঙ্গে।মা হওয়ার ইচ্ছেয় সায় দিয়েছিলেন এস্তেবান। তত দিনে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি বহিরঙ্গেও পুরুষের শরীর পেয়ে গিয়েছিলেন। তবে সেই শরীরেই সন্তানকে ঠাঁই দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।অস্ত্রোপচার করলেও কয়েকটি অঙ্গ বাদ দেননি ডানা এবং এস্তেবান। তাই এ যৌথ জীবনে স্বামী হলেও ডানার সম্মতি নিয়ে তিনিই মা হওয়ার পথে এগিয়েছিলেন।

ভেবেছিলেন, নির্ধারিত সময়ের আগেই তাঁদের সন্তান এসে গেল বলে। তবে চিকিৎসকেরা আশ্বস্ত করেছিলেন, এখনও সময় আসেনি।২০২০ সালের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে ২ লক্ষের বেশি অনুরাগীদের সুখবরটা দিয়েছিলেন ডানা। তার পর থেকে তাঁদের ছবি ছেয়ে গিয়েয়েছিল নেটমাধ্যমে।

ডানা আরও লিখেছেন, ‘স্বপ্নেরা সত্যি হল।’ স্বপ্ন সত্যিই হয়েছিল তাঁদের। একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন ডানা এবং এস্তেবান।নেটমাধ্যমে কেউ লিখেছেন, ‘ঈশ্বর সত্যিই মহান। যুগলকে আশীর্বাদ করুন!’ অন্য এক জনের মন্তব্য, ‘কী অপরূপ প্রেম!

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments