আবার আবাসনের নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ এক আবাসিকের বিরুদ্ধে। এ বারও ঘটনাস্থল সেই নয়ডা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, এক মহিলা এক নিরাপত্তারক্ষীকে সপাটে চড় মারছেন। মহিলার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে নয়ডার কোতোয়ালি এলাকার ক্লিয়ো কাউন্টি সোসাইটির ফেস ৩-এ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ওই আবাসনের কয়েক জন নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে আছেন। আচমকাই এক মহিলা এসে এক নিরাপত্তারক্ষীকে পর পর চড় মারা শুরু করেন।
তা দেখে ঘটনার ভিডিয়ো করতে শুরু করেন অন্য এক নিরাপত্তারক্ষী। চড় মারার পাশাপাশি মহিলাকে ওই নিরাপত্তারক্ষীকে উত্তেজিত ভঙ্গিতে কিছু বলতেও দেখা যায়।ঘটনার ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। পুলিশ মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করে। জানা গিয়েছে, ওই মহিলার নাম সুতপা দাস। পেশায় অধ্যাপিকা সুতপাকে শনিবারই গ্রেফতার করে পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান।