চন্দননগরের যুবক রওনা দিলেন লাদাখ এর উদ্দেশ্যে পায়ে হেঁটে
চন্দননগর পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ড অ্যাঙ্গাসের গৌরহাটিতে বাড়ি প্রসেনজিতের। একটি অনলাইন খাদ্য সরবরাহ সংস্থায় কাজ করেন তিনি। তার নাম প্রসেনজিৎ পাল ।ইচ্ছা ছিল বাইকে চড়ে লাদাখ রওনা দেওয়ার।বাইক চড়া তাঁর নেশা।বাইক নিয়ে দার্জিলিং ঘুরে এসেছেন।
সিকিমের গুরুদাংমারেও গিয়েছেন বাইক চালিয়ে।এ বার তাঁর ইচ্ছা ছিল লাদাখ যাওয়ার। কিন্তু পকেটে কুলোবে না। তাই হেঁটেই লাদাখ রওনা দিলেন হুগলির চন্দননগরের যুবক প্রসেনজিৎ পাল।স্বপ্ন সার্থক করতে তাই আড়াই হাজার কিলোমিটার হেঁটে যাওয়াই স্থির করেছেন প্রসেনজিৎ।
হাওড়া ব্রিজ থেকে সোমবার ভোরে যাত্রা শুরু করেছেন তিনি। লাদাখ পৌঁছনোর কথা ৯০ দিনের মাথায়।তিনি বলেন, ‘‘খাবার ডেলিভারির কাজ করে তেলের দাম যোগানো সম্ভব নয়। স্বপ্নপূরণ করতে তাই হেঁটে যাওয়াই স্থির করেছি। তিনি বলেন এরক আগে গত ফেব্রুয়ারি মাসে কলকাতা থেকে হেঁটে ৮৩ দিনের মাথায় লাদাখ পৌঁছেছিলেন সিঙ্গুরের মিলন মাঝি। তাঁকে দেখেই আমি উৎসাহ পেয়েছি।’’