মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে কুরুচিকর পোস্টের অভিযোগ তুলে গ্রেফতার করা হয়েছিল ইউটিউবার (Youtuber) রোদ্দুর রায়কে ।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) মুখ্যমন্ত্রীর নামে অশালীন পোস্টের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।কবিতা বিতান’ বইটির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হয়। আর তা নিয়েই ফেসবুকে কয়েকটি কবিতা পোস্ট করেছিলেন রোদ্দুর রায়। যার শব্দ চয়ন ও ভাষা নিয়ে আপত্তি তোলা হয়েছিল।
তাঁর বিরুদ্ধে থানায় FIR করা হয়েছিল। কিছু দিন যেতে না যেতেই এক ইউটিউবার মুখ্যমন্ত্রীর নামে অশালীন পোস্টের ফলে বর্ধমানের দেওয়ানদিঘি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে ।তার নাম বিজয় মণ্ডল।ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫-এর ২ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।একটি সভায় মমতাকে মাইক হাতে নিয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছে।
আর তাঁর সেই বক্তব্যকেই বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল অভিযুক্ত বিজয়।পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী। ফলে তাঁকে নিয়ে কেউ যদি এই ধরনের পোস্ট ঠিক নয়। আর যারা এর অভিযোগ করেছেন তাঁরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন। তবে যিনি এই কাজ করেছেন তিনি হয়তো কারও প্ররোচনায় পড়ে এই কাজ করেছেন।