Home খবর চুরির অভিজ্ঞতা ৪০ বছরের! পরিবার-সহ ধরা পড়লেন ১৬১তম চুরি করতে গিয়েই

চুরির অভিজ্ঞতা ৪০ বছরের! পরিবার-সহ ধরা পড়লেন ১৬১তম চুরি করতে গিয়েই

চুরির অভিজ্ঞতা ৪০ বছরের! পরিবার-সহ ধরা পড়লেন ১৬১তম চুরি করতে গিয়েই।

এই ‘পেশায়’ ৪০ বছর ধরে রয়েছেন তিনি। এখন বয়স তাঁর ৫৪। শুধু নিজেই নয়, গোটা পরিবার নিয়ে একটা গ্যাং তৈরি করে গত ৪০ বছর ধরে মহারাষ্ট্র, গোয়া, কেরল, কর্নাটক-সহ একাধিক রাজ্যে নেটওয়ার্ক তৈরি করেছেন।দশ বছর বয়স থেকেই চুরিতে হাত পাকানো শুরু। তার পর থেকে সেই অভ্যাসকেই ‘পেশা’ হিসেবে বেছে নিয়েছিলেন প্রকাশ।

সেই কাজ করতে করতে চুলে পাকও ধরেছে তাঁর।এই ‘পেশায়’ ৪০ বছর ধরে রয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, পাঁচ রাজ্যে এখনও পর্যন্ত ১৬০টি চুরি করেছেন প্রকাশ। এর জন্য ২০ বার জেলেও গিয়েছেন। সবচেয়ে চমকের বিষয় যেটি, তা হল, প্রকাশকে গ্রেফতার করে যে জেলেই নিয়ে রাখা হয়েছিল, প্রতিটি জেলেই নিজের মতো করে একটি গ্যাং তৈরি করেছেন।

প্রকাশ যেখানেই চুরি করতে যেতেন সঙ্গে থাকতেন তাঁর ভাই বরদারাজ, দুই ছেলে বলরাজ এবং মিঠুন, শ্যালক জন। মূলত বিত্তশালীদের এলাকায় হানা দিত প্রকাশ-বাহিনী। কখনও বাড়িতে, কখনও গয়নার দোকানে, আবার আর্থিক সংস্থার অফিসও ছিল তাঁর চুরির তালিকায়।তিন স্ত্রী। মোট সাত সন্তান। তিন স্ত্রীর এক জন থাকেন কর্নাটকের শিমোগায়, দ্বিতীয় জন বল্লারি এবং তৃতীয় জন থাকেন কোলারে। ১৬০টি চুরি করার পর, সম্প্রতি ১৬১তম চুরি করতে গিয়ে বেঙ্গালুরুর রাজাজিনগরে ছেলে, শ্যালক, ভাই-সহ ধরা পড়েন প্রকাশ

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments