Home খবর গুঞ্জন ছিল বিচ্ছেদের ,তবে স্ত্রী ধনশ্রীকে নিয়ে ভিডিয়ো পোস্ট চহালের, কোন দিকে...

গুঞ্জন ছিল বিচ্ছেদের ,তবে স্ত্রী ধনশ্রীকে নিয়ে ভিডিয়ো পোস্ট চহালের, কোন দিকে সম্পর্ক?

এশিয়া কাপের পর কয়েক দিনের বিশ্রাম। ভারতীয় দলের ক্রিকেটাররা সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। কয়েকটা দিন হালকা মেজাজে কাটিয়েই নেমে পড়তে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। এর মধ্যেই স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে একটি ভিডিয়ো নেটমাধ্যমে দিলেন যুজবেন্দ্র চহাল।কিছু দিন আগেই গুজব ছড়ায়, স্ত্রী ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে চহালের।

সেই খবর যে সত্য ছিল না, নেটমাধ্যমে তা নিজেই জানান চহাল। গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেন ভক্তদের। এ বার স্ত্রীর সঙ্গে রোমান্টিক ভিডিয়ো পোস্ট করলেন তিনি। ভারতীয় দলের লেগ স্পিনার বুঝিয়ে দিলেন স্ত্রীর সঙ্গে সম্পর্কের রসায়ন ঠিকই আছে। তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই। ভিডিয়োর সঙ্গে তিনি লিখেছেন, ‘আমার সবথেকে শক্তিশালী মহিলাই আমার শক্তি।

’ স্ত্রীর সঙ্গে ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। চহাল এবং ধনশ্রী মাঝে মাঝেই নানারকম ভিডিয়ো পোস্ট করেন।চারটি ম্যাচ খেলে মাত্র চারটি উইকেট পান। ওভার প্রতি গড়ে ৭.৯৩ রান দেন। বিশ্বকাপে তিনি ভারতের বোলিং আক্রমণের অন্যতম ভরসা। দেশের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজকে বেছে নিতে পারেন ছন্দে ফেরার জন্য।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments