Home Tips টুথ পেস্টের এই ৭টি গোপন টিপস যা আপনাদের খুবই উপকারে আসবে।

টুথ পেস্টের এই ৭টি গোপন টিপস যা আপনাদের খুবই উপকারে আসবে।

 

আপনারা হয়তো অনেকেই জানেন না নানান ধরনের ছোটখাট উপারে সাহায্যে যে কোনো কাজকেই কিন্তু সহজ করে তোলা যায়।প্রতিবেদন:আমাদের দৈনন্দিন সময়ের মধ্যে অনেকটাই সংসারিক বিভিন্ন কাজের জন্য চলে যায়। যার ফলস্বরূপ অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা আর নিজেদেরকে সময় দিয়ে উঠতে পারি না। টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পর সাধারনত আমরা সেই প্যাকেট ফেলে দিয়ে থাকি। কিন্তু তা না করে কিন্তু আপনারা ওই প্যাকেট থেকেই অনেক কাজ করতে পারেন।তাহলে আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ পাঁচটি টিপস–

1,.ননস্টিক প্যান কিন্তু আজকাল প্রত্যেকটি রান্নাঘরের একটি বিশেষ জিনিস। দীর্ঘ সময় ধরে রান্না করতে করতে ননস্টিক প্যান কিন্তু অত্যন্ত নোংরা এবং দাগ যুক্ত হয়ে গিয়ে থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন না এই দাগ তোলার ক্ষেত্রেও টুথপেস্ট অত্যন্ত কার্যকরী।

2.টুথপেস্টের এই খালি প্যাকেটের অংশটি মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করার কাজেও আপনারা ব্যবহার করতে পারেন।। ঠিক চায়ের কাপের মতন করেই টুথপেস্টের ওই অংশটিকে কেটে ভালো করে মিক্সার গ্রাইন্ডার এর অপরিচ্ছন্ন অংশে ঘষে ভেজা কাপড় দিয়ে মুছে নিন।

3.টুথপেস্টের শেষ হয়ে যাওয়া প্যাকেটের অংশ দিয়ে আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন বাড়িতে কালচে হয়ে যাওয়া চায়ের কাপ। দীর্ঘ সময় ধরে কাপ ব্যবহার করতে করতে অনেক সময় কিন্তু এর মধ্যে এক ধরনের কালচে দাগ পড়ে গিয়ে থাকে। এই দাগ দূর করার জন্য আপনারা টুথপেস্টের প্যাকেটটি কিছুটা কেটে নিয়ে কাপের মধ্যে ভালো করে ঘষতে পারেন।। শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই প্যাকেটের মধ্যে অনেকটা পরিমাণ টুথপেস্ট লেগে থাকে। সেটাই এই কাজে ব্যবহার করা যেতে পারে। দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে উঠবে চায়ের কাপ।
4.রান্নার গ্যাস ওভেন পরিষ্কার করার কাজেও কিন্তু এই টুথপেস্ট অত্যন্ত কার্যকরী। দীর্ঘ সময় ধরে ওভেন ব্যবহার করতে করতে এটি অত্যন্ত নোংরা হয়ে গিয়ে থাকে। সামান্য পরিমাণে টুথপেস্ট নিয়ে কিন্তু আপনারা খুব সহজেই একটি কাপড়ের সাহায্যে গ্যাসের ওভেন পরিষ্কার করে নিতে পারেন।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments