নায়িকার অভিনয় জীবন খুবই সাকসেসফুল। অবশ্য কম দিন তো আর হলনা এই ইন্ডাস্ট্রিতে। সেই কোন ছোটবেলায় পা রেখেছিলেন এখানে। তারপর যে, কত ছবিতে অভিনয় করেছেন তার ইয়ত্তা নেই।টলি (Tollywood) সুন্দরীদের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ব্যক্তিত্ব হলেন এই অভিনেত্রী তিনি।রাজনৈতিক কারণে, হামেশাই সংবাদ শিরোনামে থাকেন তিনি। আর এবার খবর মিলেছে, নায়িকা নাকি কাজ করবেন হলিউড (Hollywood) তারকার বিপরীতে।
এতক্ষণে হয়তো বুঝেই গেছেন যে আমরা আজ শ্রাবন্তীর (Srabanti Chatterjee) কথা বলছি।খবর আসছে, ব্রিটিশ তারকা টম কুলস্টনের (Tom Coulston) সঙ্গে একটি ছবিতে কাজ করবেন তিনি। ইতিমধ্যেই তার সাথে একখানা ছবিও শেয়ার করে নিয়েছেন।এতদিন থেকে বলিউড থেকে অনেক নায়িকা কাজ করেছেন হলিউডে। কিন্তু টলিউড থেকে এই প্রথম কেও কাজ করছেন হলিউড তারকাদের সাথে।
আরো একবার বাংলার মুখ উজ্জ্বল করলেন বিশ্বের সামনে।সত্যিই কি সেখানে অভিনয় করছেষ শ্রাবন্তী? জানা গেল হলিউড নয়, ব্রিটিশ তারকা টমের সঙ্গে একটি বাংলা ছবিতে অভিনয় করবেন তিনি! সায়ন্তন ঘোষালের পরিচালনায় ‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’ নামের একটি ছবির শুটিংয়ের কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে।এক সংবাদ মাধ্যমের সামনে শ্রাবন্তী বলেন, মনের মত কাজের সুযোগ পেলে তিনি অবশ্যই হলিউড ছবিতে কাজ করবেন। তবে এখনও সেই সময়টা আসেনি।