Home এই বিতর্কিত এই বিতর্কিত বাঙালী অভিনেত্রী পারি দিচ্ছেন টলিউড ছেড়ে সোজা হলিউডে

এই বিতর্কিত বাঙালী অভিনেত্রী পারি দিচ্ছেন টলিউড ছেড়ে সোজা হলিউডে

নায়িকার অভিনয় জীবন খুবই সাকসেসফুল। অবশ্য কম দিন তো আর হলনা এই ইন্ডাস্ট্রিতে। সেই কোন ছোটবেলায় পা রেখেছিলেন এখানে। তারপর যে, কত ছবিতে অভিনয় করেছেন তার ইয়ত্তা নেই।টলি (Tollywood) সুন্দরীদের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ব্যক্তিত্ব হলেন এই অভিনেত্রী তিনি।রাজনৈতিক কারণে, হামেশাই সংবাদ শিরোনামে থাকেন তিনি। আর এবার খবর মিলেছে, নায়িকা নাকি কাজ করবেন হলিউড (Hollywood) তারকার বিপরীতে।

এতক্ষণে হয়তো বুঝেই গেছেন যে আমরা আজ শ্রাবন্তীর (Srabanti Chatterjee) কথা বলছি।খবর আসছে, ব্রিটিশ তারকা টম কুলস্টনের (Tom Coulston) সঙ্গে একটি ছবিতে কাজ করবেন তিনি। ইতিমধ্যেই তার সাথে একখানা ছবিও শেয়ার করে নিয়েছেন।এতদিন থেকে বলিউড থেকে অনেক নায়িকা কাজ করেছেন হলিউডে। কিন্তু টলিউড থেকে এই প্রথম কেও কাজ করছেন হলিউড তারকাদের সাথে।

আরো একবার বাংলার মুখ উজ্জ্বল করলেন বিশ্বের সামনে।সত্যিই কি সেখানে অভিনয় করছেষ শ্রাবন্তী? জানা গেল হলিউড নয়, ব্রিটিশ তারকা টমের সঙ্গে একটি বাংলা ছবিতে অভিনয় করবেন তিনি! সায়ন্তন ঘোষালের পরিচালনায় ‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’ নামের একটি ছবির শুটিংয়ের কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে।এক সংবাদ মাধ্যমের সামনে শ্রাবন্তী বলেন, মনের মত কাজের সুযোগ পেলে তিনি অবশ্যই হলিউড ছবিতে কাজ করবেন। তবে এখনও সেই সময়টা আসেনি।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments