বিশ্বের সবচেয়ে বড় ব্যাঙ। প্রথম দেখায় মনে হতেই পারে, কোলে উঠেছে কোনও মানুষের সন্তান। তবে পৃথিবীর বুকে প্রায় লুপ্ত হতেই বসেছে গলিয়াথ নামের এই বিশেষ প্রজাতির ব্যাঙ।গলিয়াথ ব্যাঙ, বিশ্বের সব থেকে বড় ব্যাঙ। যার আকৃতি একটি পূর্ণবয়স্ক বিড়ালের সমান। ক্যামেরুন এবং গিনিতে সব থেকে বেশি পাওয়া যায় এই ব্যাঙ।কিন্তু এখন এই ব্যাঙ প্রায় বিলুপ্তির পথে।
গত কয়েক দশক ধরে খাবার এবং পোষ্য প্রাণী ব্যবসার জন্য গলিয়াথ ব্যাঙ শিকার করা হয়েছে অনবরত।সেখানকার বনকর্মীরা জানিয়েছেন যে, নদীর পাশে এই প্রজাতির ব্যাঙের বসবাস। কিন্তু ধীরে ধীরে তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে।
যে কারণে সরকার থেকেই এই প্রজাতির ব্যাঙকে বিলুপ্তপ্রায় ঘোষণা করা হয়েছে।অনেক স্থানীয়ই এই ব্যাঙ শিকার করে নিয়ে যায় বলে জানিয়েছেন বনকর্মীরা। তাই এখন এই ব্যাঙ সংরক্ষণের জন্য কাজ শুরু করেছেন তাঁরা।