Home অন্যের কনকনে ঠাণ্ডা জলে অন্যের হয়ে ডুব দেবেন এই ব্যক্তি।

কনকনে ঠাণ্ডা জলে অন্যের হয়ে ডুব দেবেন এই ব্যক্তি।

বড়দিনের আমেজ ম্লান করেছে শীতের খামখেয়ালিপনা। যদিও দেশের বহু জায়গায় এখনও জাঁকিয়ে শীত পড়ছে। হাড়কাঁপানো ঠাণ্ডায় বহু জায়গায় এখন স্নান করাই সব থেকে কঠিন কাজ।সংসার চালানোর জন্য অনেক সময় মানুষকে হরেকরকম কঠিন কাজই করতে হয়। আর এই দুনিয়ায় কতরকম যে কাজ আছে! এই যেমন ধরুন, মাত্র ১০ টাকা দিলেই পুণ্যস্নান হয়ে যেতে পারে আপনার।

দশ টাকার বদলে পুণ্যস্নান! ভাবছেন হেঁয়ালি! এক ব্যক্তি আপনার হয়ে হাড়কাঁপানো ঠাণ্ডা জলে ডুব দেবেন। এদিকে আপনার পুণ্য অর্জন হবে।আপনার হয়ে আরেকজন ঠাণ্ডা জলে ডুব দেবেন! তাও মাত্র ১০ টাকার বিনিময়ে! ১০ টাকায় আপনার পূণ্য অর্জন! ভাবাই যা না, এমন একখানা কাজ বেছে নিয়েছেন এক ব্যক্তি।ওই ব্যক্তি চিৎকার করে লোকজনকে বলছেন, আসুন আসুন।

আমাকে দশ টাকা দিন। আমি আপনার হয়ে ঠাণ্ডা জলে ডুব দিচ্ছি। ১০ টাকা আমার, পুণ্য আপনার।কোনও এক নদীর ধারে রেলিংয়ে বসে সেই ব্যক্তি লোকজনকে ডাকছেন। কেউ বলছেন, রোজগারের নতুন পথ। কেউ বলছেন, সৎ পথে যে কোনও কাজই মহৎ।একেবারে নতুন! এর আগে কেউ এভাবে অর্থ উপার্জনের কথা হয়তো ভাবতেও পারেননি। ওই ব্যক্তি চিৎকার করে লোকজনকে বলছেন, আসুন আসুন।আজব দুনিয়া আজব সব কিছু।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments