Home ঢাকা যাবে এ বার কলকাতা থেকে ঢাকা যাবে পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজ, জেনেনিন সমস্ত...

এ বার কলকাতা থেকে ঢাকা যাবে পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজ, জেনেনিন সমস্ত তথ্য।

প্রয়াগরাজ থেকে প্রথম যাত্রা শুরু করবে এবং ১ মার্চ ডিব্রুগড়ে শেষ হবে এই ক্রুজের যাত্রা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩ জানুয়ারি বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ গঙ্গা বিলাসের পতাকা উত্তোলন করবেন। এটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ ঝড় তুলেছে এবং প্রত্যেক ভ্রমণ উত্সাহীর অবশ্যই এই ক্রুজ সম্পর্কে জানা উচিত।নদী বা সমুদ্রে ক্রুজে চেপে যাত্রা করার মজাই আলাদা। আপনি কি জানেন গঙ্গা নদীর বুকে গঙ্গা বিলাস হল বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ। ১৩ জানুয়ারি প্রয়াগরাজ থেকে প্রথম যাত্রা শুরু করবে এবং ১ মার্চ ডিব্রুগড়ে শেষ হবে এই ক্রুজের যাত্রা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩ জানুয়ারি বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ গঙ্গা বিলাসের পতাকা উত্তোলন করবেন।

এটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ ঝড় তুলেছে এবং প্রত্যেক ভ্রমণ উত্সাহীর অবশ্যই এই ক্রুজ সম্পর্কে জানা উচিত। ৫১ দিনের বিলাসবহুল এই ক্রুজটি ভারত ও বাংলাদেশের অনেক নদী প্রণালীর উপর দিয়ে চলাচল করে। তা হলে আর বেশি চিন্তা না করে এ বার নিজের ব্যাগ গুছিয়ে নিন এবং ভারতকে অন্য ভাবে চিনে নেওয়ার সুযোগ পেয়ে যান নদী বুকের উপর দিয়ে যাত্রা করে। তা হলে চলুন, এই ক্রুজ সম্পর্কে সবটা এ বার জেনে নেওতা যাক বিস্তারিত ভাবে।ক্রুজটিতে একাধিক প্যাকেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। আপনার পক্ষে ক্রুজের প্যাকেজ বেছে নেওয়ার কাজটাও অনেক সহজ হয়ে যাবে।

তা হলে দেখে নেওয়া যাক কোন কোন ক্রুজ প্যাকেজ রয়েছে এই তালিকায়। এর মধ্যে আপনি পাবেন টেম্পল, টাইগারস অ্যান্ড ট্রেজারস (আট দিন), ইউরোপ অন দ্য গ্যাঞ্জেস (চার দিন), ইনক্রেডিবল বেনারস (চার দিন), কলকাতা থেকে ঢাকা (১২ দিন), রিভার সূত্রা (তিন দিন), আমাজন অফ দি ইস্ট (চার দিন), সিক্রেটস অব সুন্দরবনস (পাঁচ দিন), কলকাতা থেকে মুর্শিদাবাদ রাউন্ড ট্রিপ (আট দিন) এবং কলকাতা থেকে বেনারস (১২ দিন)।ক্রুজে চেপে যাত্রা করার জন্য দিন এবং সময় অনেক আগে থেকেই সুপরিকল্পিত থাকে, যাতে ভ্রমণকারীরা ছুটির এই সময় নির্ঝঞ্ঝাটে ঘুরে বেড়াতে পারে, সময় কাটাতে পারেন।

উদাহরণ স্বরূপ বলা যায়, আপনি যদি আমাজন অফ দি ইস্ট ভয়েজ বাছাই করেন, তবে এটি ওড়িশার ভুবনেশ্বর থেকে সাড়ে তিন ঘণ্টা দূরে অবস্থিত একটি অন্য ধরনের গ্রাম গুপ্তি থেকে শুরু হবে এবং সেখানেই আবার এসে শেষ হবে। প্রথম দিনে আপনি ক্রুজে চড়বেন। বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে যাত্রা সংক্রান্ত সবটা জেনে নিতে পারবেন এবং সূর্যাস্ত উপভোগ করবেন। আপনি সেই সময় বঙ্গোপসাগরের বুকে গৌরবময় দৃশ্যের সাক্ষী হবেন। সন্ধ্যায় একটি মাল্টি কোর্স ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments