শহরকে লন্ডনের মতো সাজিয়ে তুলতে চেয়েছেন। পাশাপাশি করতে চেয়েছেন শিল্পায়ন। এই আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সোমবার জানান যে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ মহানগরে একটি শাখা অফিস খুলতে চলেছে এবং এই বিষয়ে একটি মউ স্বাক্ষরিত হবে। বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পর সোমবার নিজের ঘরে বসে সাংবাদিকদের মমতা জানান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক প্রতিনিধিদল আগামী ২১ মার্চ কলকাতায় আসতে চলেছে। কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হলে রাজ্যে কর্মসংস্থান বাড়বে।
পাশাপাশি মমতার আশা, এই সেন্টারের ফলে বাংলায় পা রাখবে বড় বড় বহুজাতিক সংস্থাগুলি। বাণিজ্যিক দিক দিয়ে বাংলা আরও এগিয়ে যাবে। ২০১৩ সালের ১ অগস্ট মুম্বইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মুম্বইতে বসেছিল বাণিজ্য সম্মেলন।
ওই সম্মেলনেই কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ার প্রস্তাব দেন সেন্টারের আধিকারিকরা। জানা গিয়েছে, নিউটাউনের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে ওই প্রকল্পের জন্য চার একর জমি দিতে রাজি রয়েছে রাজ্য সরকার। সেখানই গড়ে উঠবে এই সেন্টার।