মালদা, ১৩ জুলাই : অনলাইন প্রতারণার শিকার হলেন এক শিক্ষক । খোয়ালেন ৩ লক্ষ টাকা । শিক্ষকের নাম শুভময় চৌধুরী । তিনি মালদা টাউন হাই স্কুলের ইংরেজি শিক্ষক । ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সিঙ্গাতলা এলাকায় । ঘটনায় মালদা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যক্তি ।
জানা যায়, গত রাতে এক ব্যক্তি একটি টেলিকম সংস্থার কর্মীর পরিচয় দিয়ে শুভময় চৌধুরীকে ফোন করেন । তাঁর সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে বলে জানান ওই ব্যক্তি । এর জন্য তাঁকে ১০ টাকার রিচার্জ করাতেও বলেন তিনি । এরপরই ওই শিক্ষক তাঁর ফোনে ১০ টাকা রিচার্জ করেন । অভিযোগ, এরপরই তিনি দেখতে পান তাঁর গুগল প্লে থেকে ২৫ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে । টাকা ফেরতের বিষয়ে জানতে চাইলে বলা হয়, গুগল প্লে-তে গিয়ে রিফান্ড করলে টাকা ফেরত পাওয়া যাবে । এরপর শুভময় চৌধুরী গুগল প্লে-তে ঢুকলে সেখানে তাঁকে টাকা ফেরত পাওয়ার জন্য একটি গেম খেলতে বলা হয়। তারপরই শিক্ষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ৩ লক্ষ টাকা তুলে নেওয়া হয় ।
ঘটনার বিষয়ে পুলিশ জানায়, তদন্ত শুরু করা হয়েছে ।