Home চতুর্থবার বিয়ের তিন তিনটে ডিভোর্স.... চতুর্থবার বিয়ের পিঁড়িতে অভিনেতা! Super ভাইরাল।

তিন তিনটে ডিভোর্স…. চতুর্থবার বিয়ের পিঁড়িতে অভিনেতা! Super ভাইরাল।

সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন দম্পতি। দক্ষিণী মতে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে।দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর ভাই অভিনেতা নরেশ ৬০ বছর বয়সে চতুর্থবার নিভৃতে বিয়ে সারলেন।সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। ইতিমধ্যেই ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। গত কয়েক বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন অভিনেতা নরেশ বাবু এবং পবিত্রা লোকেশ। এবার দুজনে একটি সামাজিক সিলমোহর দিলেন তাঁদের সম্পর্ককে।সোশ্যাল মিডিয়ার পাতায় সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানানোর সময়ই, নরেশ-পবিত্রা নিশ্চিত করেছিলেন যে তাঁরা খুব শিগগিরই বিয়ে করছেন।

প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই দক্ষিণের তারকা কাপল নরেশ এবং পবিত্রা লোকেশ একটি রোমান্টিক ভিডিওর মাধ্যমে তাঁদের বিয়ের ঘোষণা করেছিলেন। নরেশ তার ভক্তদের সঙ্গে তাঁর জীবনের সুখবরটি ভাগ করে নিয়ে ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা করেছিলেন।দুই তারকা যুগলের এই কিসিং পোস্ট আগেই নিশ্চিত করেছিল তারা একসঙ্গে সম্পর্কে আছেন। কিন্তু সূত্রের খবর এই বিয়েতে দুজনেই খুশি হলেও তাদের সংসারে অশান্তি চলছে! সোশ্যাল মিডিয়ায় ঘোষণার পরে নরেশ বাবুর স্ত্রী সেই সময় বলেছিলেন, তিনি কোনও মূল্যেই এই সম্পর্ককে বিয়ে পর্যন্ত গড়াতে দেবেন না বাস্তবে।

এমনকি সন্তানদেরও বাবার ছায়া হারাতে দেবেন না বলেও সেই সময় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন নরেশের প্রাক্তন স্ত্রী। তবে নরেশ বাবুর নতুন ভিডিও থেকে স্পষ্ট যে তিনি ঢাকঢোল পিটিয়ে না হলেও, নিরালায় নিভৃতে, ঘনিষ্ঠ ঘেরাটোপে পবিত্রাকে চতুর্থবার বিয়েটি করেছেন।প্রসঙ্গত সুপারস্টার মহেশ বাবুর ভাই নরেশ বাবু ইতিমধ্যে তিনবার বিয়ে করেছেন। এর আগে নানা আলাদা আলাদা সমস্যার কারণে প্রতিটি স্ত্রীর সঙ্গেই তাঁর সম্পর্ক ভেঙে যায়।অবশেষে, তিনবার বিবাহ বিচ্ছেদের পর, কন্নড় অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিন ধরে আলোচনার বিষয় ছিল এবং আপাতত চার হাত এক হল দুই প্রেমিকযুগলের।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments