Home আজকের খবর সেন্টিমিটারে সেন্টিমিটারে জবাব নেবো : সুমন ব্যানার্জী

সেন্টিমিটারে সেন্টিমিটারে জবাব নেবো : সুমন ব্যানার্জী

‘কোতুলপুর, ইন্দাস, পাত্রসায়রে মস্তানীরাজ চলে’। শুধু এই লোক্যাল মস্তানদের উদ্দেশ্যে নয়, ‘বড় বড় মস্তান’ অনুব্রত মণ্ডল, জীতেন তেওয়ারী, জ্যোতিপ্রিয় মল্লিক, ববি হাকিম আপনারা আগামী দিনে বিকাশ দুবে হয়ে যেতে পারেন। তখন আমাদের দোষ দিতে পারবেন না’।

রবিবার বাঁকুড়ার কোতুলপুরের দলের রামডিহায় এক কর্মীসভায় এমন বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সহ সভাপতি ও রাঢ় বঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক রাজু ব্যানার্জী। এরপরেই রাজ্য পুলিশকেও এক হাত নেন বিজেপির এই হেভিওয়েট নেতা। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূলের গুণ্ডাদের হাতে আমাদের কর্মীরা খুন হচ্ছে। একজন তৃণমূলী গুণ্ডাকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাই ‘দূর্ণীতি যুক্ত পুলিশ, আইনের শাসন না মানা পুলিশ, গণতন্ত্র প্রতিষ্ঠা বিরোধী পুলিশদের জুতো চাটা করা’নোর হুমকি দেন তিনি।

 

এদিনের সভায় উপস্থিত বিজেপি নেতা রাজু ব্যানার্জীর পাশাপাশি বিস্ফোরক দলের নেতা-অভিনেতা সুমন ব্যানার্জীও। মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, আর মাত্র ছ’মাস সময় আছে। মুখ্যমন্ত্রী ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার কথা বলেছেন। তারা সেন্টিমিটারে সেন্টিমিটারে বুঝে নেবেন বলেও তিনি দাবি করেন।

সেন্টিমিটারে সেন্টিমিটারে জবাব নেবো : সুমন ব্যানার্জী ( বাঁকুড়া )

সেন্টিমিটারে সেন্টিমিটারে জবাব নেবো : সুমন ব্যানার্জী ( বাঁকুড়া )

Gepostet von ACN Life News am Sonntag, 20. September 2020

 

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, ওঁদের ‘ভাষাজ্ঞান নেই, এই ভাষার উপর ওঁরা পি.এইচ.ডি করেছেন। এমনকি পোষ্ট ডক্টরেটও করছেন অনেকে। এই নিয়ে সাধারণ মানুষের কোন মাথা ব্যাথা নেই। মানুষ তাদের পাশেই রয়েছেন।

আজকে কোতুলপুরে তৃণমূলের মহামিছিল দেখে হাওয়া হয়ে যেতে যেতে রক্তদান শিবিরে আটকে পড়েছেন। কুরুচিকর মন্তব্য করে সংবাদমাধ্যমের সামনে আসা ছাড়া ওঁদের কোন উদ্দেশ্য নেই বলেও তিনি দাবি করেন।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments