টিকটকের কায়দায় ভিডিও শুট করতে গিয়ে মৃত্যু স্কুলছাত্রের। ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার মধু ঘাট এলাকায়। নিছকই দুর্ঘটনা না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ।
মৃত স্কুল ছাত্রের নাম মনোজ মণ্ডল। স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। বাড়ি কাজি গ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে। পরিবারের তরফে জানা যায় গতকাল সহপাঠী ভোলা রায়ের সাথে বন্ধুর আত্মীয় বাড়িতে গেছিল মনোজ। সেখানেই রেললাইনের পাশে টিকটকের মত করে ভিডিও শুট করতে করছিল দুই বন্ধু।
সেই সময় মাল গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় মনোজ। তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
টিকটকের কায়দায় ভিডিও শুট করতে গিয়ে মৃত্যু ( মালদা )
টিকটকের কায়দায় ভিডিও শুট করতে গিয়ে মৃত্যু ( মালদা )
Gepostet von ACN Life News am Mittwoch, 2. September 2020
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তবে নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ।