Home অফবিট শীতকালে ত্বক কোমল রাখতে রইল কিছু টিপস

শীতকালে ত্বক কোমল রাখতে রইল কিছু টিপস

এসিএন লাইফ নিউজ : শীতের শুরুতেই ত্বক শুষ্ক । ত্বকে দেখা দিচ্ছে টান টান ভাব । আবহাওয়ার পরিবর্তনের কারণে এমনটা প্রতি বছরই হয়ে থাকে । কিন্তু এই পরিস্থিতিতে কীভাবে আমরা ত্বককে কোমল ও মোলায়েল রাখতে পারি ? রইল কিছু টিপস…

 

 

 

১. শরীর ভিতর থেকে আর্দ্র না হলে তার ছাপ পড়বে ত্বকের উপর ৷ তাই পর্যাপ্ত পরিমাণে জলপান করুন ৷ দিনে অন্ততপক্ষে আট-দশ গ্লাস জলপান করা জরুরি ৷ ডাবের জল, ফলের রসও পান করতে পারেন ৷ এতে ত্বক কোমল এবং সুন্দর থাকবে ।

 

 

 

 

২. ত্বকে অ্যালোভেরার রস ব্যবহার করতে পারেন । অ্যালোভেরায় রয়েছে প্রাকৃতিক উপাদান । যা ত্বকের জন্য খুবই উপকারী । এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস ত্বক ক্ষতিগ্রস্থ হওয়ার হাত থেকে রক্ষা করে । এর জন্য ত্বকে অ্যালোভেরার রস ব্যবহার করে ২০ মিনিট অপেক্ষা করুন । তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন । নিয়মিত অ্যালোভেরার রস ব্যবহার করলে ত্বক কোমল এবং সুন্দর থাকবে ।

 

 

 

 

৩. অলিভ অয়েল সাধারণত সব ধরনের ত্বকের পক্ষেই কার্যকর ৷ এর মধ্যে উপস্থিত ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডান্ট শুধু আপনার মুখ নয়, পুরো শরীরের ত্বকের যত্ন নেয় ৷ স্নানের আধ ঘণ্টা আগে মুখে ও পুরো শরীরে অলিভ অয়েল মেখে নিন ৷ তার পর হালকা গরমজলে স্নান সেরে লাগিয়ে নিন ময়েশ্চরাইজ়ার ৷ এতে ত্বক কোমল থাকবে ।

 

 

 

 

৪. কমলালেবুতে উপস্থিত রয়েছে ভিটামিন সি । কমলালেবুর খোসা রোদে শুকনো করে রেখে নিন ৷ পরে গুঁড়ো করে ব্যবহার করুন ৷ যা ত্বক নরম ও কোমল রাখতে সাহায্য করে ।

 

 

 

 

ছবি সৌজন্য : pixabay

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments