Home MAMATA BANERJEE রাজ্যের গণ্ডি পার ২১ জুলাইয়ের, ভার্চুয়ালি ভাষণ মমতার

রাজ্যের গণ্ডি পার ২১ জুলাইয়ের, ভার্চুয়ালি ভাষণ মমতার

এসিএন লাইফ নিউজ, ২০ জুলাই : ভার্চুয়াল অনুষ্ঠানেই সীমাবদ্ধ ২১ জুলাইয়ের অনুষ্ঠান । ২০১১ সালে তৃণমূল প্রথমবার ক্ষমতায় আসার পর ঐতিহাসিক ২১ জুলাই পালিত হয়েছিল ধর্মতলায় । এবারেও জয়লাভের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ব্রিগেডে বড় করে পালিত হবে শহিদ দিবস । কিন্তু, তাতে বাধ সেধেছে করোনা । ফলে এবারেও ভার্চুয়াল অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে ।

 

 

 

 

 

সর্বভারতীয় স্তরে নিজেদের অস্তিত্ব প্রমান করতে ২১ জুলাইকে হাতিয়ার করেছিল তৃণমূল । জানা গিয়েছিল, বাংলার গণ্ডি ছাড়িয়ে রাজধানীতেও পালিত হবে ২১ জুলাইয়ের অনুষ্ঠান । দিল্লিতে তৃণমূল সুপ্রিমোর ভাষণের সম্প্রচারের পাশাপাশি গুজরাতেও শোনা যাবে এই ভাষণ । তালিকায় রয়েছে অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক অংশ ।

 

 

 

 

 

শহিদ দিবসের ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যের বুথস্তরে অন্তত ৫০ লাখ কর্মী-সমর্থককে সামিল করতে চলেছেন তৃণমূল নেতৃত্ব। প্রতিটি বুথে অন্তত ৫০ জন কর্মী-সমর্থক করোনা-বিধি মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ শুনবেন বলে জানা গেছে। প্রয়োজনে জায়ান্ট স্ক্রিন অথবা বড় এলইডি টেলিভিশন রাখা হবে ।

 

 

 

 

 

এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাসভবনের সামনে ছোট্ট একটি মঞ্চ থেকে ভার্চুয়াল ভাষণ দেবেন । মঞ্চের সামনে সীমিত সংখ্যক চেয়ার রাখা হতে পারে বলে জানা গেছে । উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রথম সারির নেতারা । এই ভার্চুয়াল সভা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অফিশিয়াল ফেসবুক পেজ, টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব থেকে লাইভ স্ট্রিমিং হবে।

 

 

 

 

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments