এসিএন লাইফ নিউজ, ২০ জুলাই : ভার্চুয়াল অনুষ্ঠানেই সীমাবদ্ধ ২১ জুলাইয়ের অনুষ্ঠান । ২০১১ সালে তৃণমূল প্রথমবার ক্ষমতায় আসার পর ঐতিহাসিক ২১ জুলাই পালিত হয়েছিল ধর্মতলায় । এবারেও জয়লাভের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ব্রিগেডে বড় করে পালিত হবে শহিদ দিবস । কিন্তু, তাতে বাধ সেধেছে করোনা । ফলে এবারেও ভার্চুয়াল অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে ।
সর্বভারতীয় স্তরে নিজেদের অস্তিত্ব প্রমান করতে ২১ জুলাইকে হাতিয়ার করেছিল তৃণমূল । জানা গিয়েছিল, বাংলার গণ্ডি ছাড়িয়ে রাজধানীতেও পালিত হবে ২১ জুলাইয়ের অনুষ্ঠান । দিল্লিতে তৃণমূল সুপ্রিমোর ভাষণের সম্প্রচারের পাশাপাশি গুজরাতেও শোনা যাবে এই ভাষণ । তালিকায় রয়েছে অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক অংশ ।
শহিদ দিবসের ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যের বুথস্তরে অন্তত ৫০ লাখ কর্মী-সমর্থককে সামিল করতে চলেছেন তৃণমূল নেতৃত্ব। প্রতিটি বুথে অন্তত ৫০ জন কর্মী-সমর্থক করোনা-বিধি মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ শুনবেন বলে জানা গেছে। প্রয়োজনে জায়ান্ট স্ক্রিন অথবা বড় এলইডি টেলিভিশন রাখা হবে ।
এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাসভবনের সামনে ছোট্ট একটি মঞ্চ থেকে ভার্চুয়াল ভাষণ দেবেন । মঞ্চের সামনে সীমিত সংখ্যক চেয়ার রাখা হতে পারে বলে জানা গেছে । উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রথম সারির নেতারা । এই ভার্চুয়াল সভা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অফিশিয়াল ফেসবুক পেজ, টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব থেকে লাইভ স্ট্রিমিং হবে।