নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখাল তৃণমূল। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদবের নির্দেশে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তরপ্রদেশে হাথরসের ঘটনার প্রতিবাদে ও তৃণমূল বিধায়কদের হেনস্থার প্রতিবাদে প্রতিবাদ মিছিল করল তৃণমূল।
এদিন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অসিত চট্টোপাধ্যায়ের উদ্যোগে পান্ডুয়া বিডিও অফিস থেকে মিছিল শুরু হয় কালনা মোড় হয়ে তেলিপাড়া মোড়ে এসে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়।
উপস্থিত ছিলেন, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ রহিম নবি সহ তৃণমূল নেতৃত্ব।