মালদা, ১৫ জুলাই : দলের অন্দরেই দুর্নীতির অভিযোগ । এই অভিযোগে অনাস্থা আনলেন খোদ দলেরই ১০ সদস্য । তলবি সভা ডাকার আবেদনে বিডিওকে লিখিত অনুরোধ বিক্ষুব্ধ সদস্যদের । যদিও নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সামসি গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রবণ কুমার দাস । অন্যদিকে, অনাস্থা ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল কে কটাক্ষ করেছে বিজেপি।
এই প্রসঙ্গে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, “নিজের ইচ্ছে মত কেউ অনাস্থা আনতে পারবেন না । কোনও প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে দলকে তা জানাতে হবে । প্রমাণ পেলে দল প্রধান কে সরিয়ে দেবে ।”
রতুয়া ১ নম্বর ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতে ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে ২০টি আসনের মধ্যে ১২টি আসন জয় লাভ করে তৃণমূল-কংগ্রেস। ৫টি আসনে জয়লাভ করে কংগ্রেস ও ৩টি আসন পায় বিজেপি । এর মধ্যে ৫ জন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭ । ১ জন বিজেপি সদস্য মারা যায় । ফলে বিজেপি সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ২। বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতের ১৯ জন সদস্য রয়েছেন । যার মধ্যে তৃণমূলের ১০ জন সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন ।