Home Malda প্রাকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, দুর্নীতির অভিযোগে অনাস্থা

প্রাকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, দুর্নীতির অভিযোগে অনাস্থা

মালদা, ১৫ জুলাই : দলের অন্দরেই দুর্নীতির অভিযোগ । এই অভিযোগে অনাস্থা আনলেন খোদ দলেরই ১০ সদস্য । তলবি সভা ডাকার আবেদনে বিডিওকে লিখিত অনুরোধ বিক্ষুব্ধ সদস্যদের । যদিও নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সামসি গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রবণ কুমার দাস । অন্যদিকে, অনাস্থা ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল কে কটাক্ষ করেছে বিজেপি।

 

 

 

 

 

 

 

 

 

এই প্রসঙ্গে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, “নিজের ইচ্ছে মত কেউ অনাস্থা আনতে পারবেন না । কোনও প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে দলকে তা জানাতে হবে । প্রমাণ পেলে দল প্রধান কে সরিয়ে দেবে ।”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

রতুয়া ১ নম্বর ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতে ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে ২০টি আসনের মধ্যে ১২টি আসন জয় লাভ করে তৃণমূল-কংগ্রেস। ৫টি আসনে জয়লাভ করে কংগ্রেস ও ৩টি আসন পায় বিজেপি । এর মধ্যে ৫ জন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭ । ১ জন বিজেপি সদস্য মারা যায় । ফলে বিজেপি সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ২। বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতের ১৯ জন সদস্য রয়েছেন । যার মধ্যে তৃণমূলের ১০ জন সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন ।

 

 

 

Most Popular

ইন্দোনেশিয়ায় ফুটবল হাঙ্গামার কারণে বড় শাস্তি হল দুই ক্লাব আধিকারিকের

আধিকারিক ১৭৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।দু’দলের সমর্থকদের মারামারিতে জড়িয়ে পড়ার একাধিক ভিডিয়ো দেখা যায়।ইন্দোনেশিয়ার ফুটবল মাঠে সমর্থকদের হাঙ্গামার কারণে মৃত্যুর ঘটনায় বড় শাস্তি পেলেন...

জলের বোতলে অ্যাসিড পান করে সঙ্কটজনক শিশু, হাত জ্বলে গেল আর এক খুদের

গত ২৭ সেপ্টেম্বর পরিবারের এক সদস্যের জন্মদিন উদ্‌‌যাপন উপলক্ষে ওই রেস্তরাঁয় গিয়েছিলেন মহম্মদ আদিল নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, জলের বোতল দেন রেস্তরাঁর এক...

সবুজ বেনারসি ও গা ভর্তি গয়নায় সাজলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শাড়ির দাম শুনলে মাথা ঘুরে যাবে

চট্টোপাধ্যায়কে প্রতিটা সাজেই এত সুন্দর দেখায় যে, তা দেখে প্রেমে পড়ে যান অনুরাগীরা। আর তা হবে না কেন? অভিনেত্রীর সৌন্দর্যের কদর তো করতেই হবে।...

মাত্র ৬৯৯এ পেয়ে যান বার্বিকিউ, ইন্ডিয়ান, চাইনিজ, রকমারি ডেজার্ট। সব মিলিয়ে ৪০রকমের খাবার পেয়ে যাবেন আপনি।

পুজোয় ডান হাতের কাজ বন্ধ রাখা যায় না। ভোজনপ্রিয় বাঙালির কাছে এটা প্রায় দুঃসাধ্য। যাঁরা সারা বছর কড়া ডায়েটে থাকেন, তাঁরাও এই কটা দিন...

Recent Comments