কোতুলপুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির I এই রক্ত দান শিবির থেকে রাজ্যের প্রতি মন্ত্রী শ্যামল সাঁতরা কে চড়া ভাষায় আক্রমণ করলেন I
ভারতীয় জনতা পার্টির আইকন নরেন্দ্র দামোদরদাস মোদির 70 তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গত 14 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ হিসাবে পালন করার নির্দেশ দিয়েছেন I
যে কারণে এদিন কোতুলপুর ভারতীয় জনতা পার্টির মন্ডল 1 এর পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় I আজকের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাঢ়বঙ্গের পর্যবেক্ষক তথা রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা তথা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা সুমন ব্যানার্জি সাথে ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি হরোকালী প্রতিহার বিষ্ণুপুরের সাংসদ পত্নী সুজাতা খাঁ সহ আরও ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কর্মী-সমর্থকরা I
কোতুলপুর ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি সমীর চালক বলেন আজকের এই রক্তদান শিবিরে সর্বমোট 70 জন উত্সাহী রক্তদাতা রক্ত দান করেন তাদের মধ্যে 20 জন মহিলা ও 50 জন পুরুষ I
রক্তদান শিবিরের মঞ্চ থেকে তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেত্রীর ( বাঁকুড়া )
রক্তদান শিবিরের মঞ্চ থেকে তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেত্রীর ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Montag, 21. September 2020
আজকের এই রক্তদান শিবির মঞ্চ থেকে বিষ্ণুপুরের সাংসদ পত্নী তথা বিজেপি নেত্রী সুজাতা খাঁ রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা কে কটাক্ষের সুরে বলেন তিনি হাফ প্যান্টের মন্ত্রী কোনদিন ফুল প্যান্ট পরতে পারবেন না তিনি আরো বলেন ছ’বছর এইখানকার মন্ত্রী কুঁজো হয়ে বেঁকে গেছেন I তিনি বলেন 2021 বিধানসভা নির্বাচনের বাঁকুড়া জেলায় বারোটি আসনে জয়লাভ করবে I
তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেন পদ পরিবর্তনের বিষয়ে কটাক্ষ করে বলেন 2021 এ মানুষ পিসি ভাইপোকেই পরিবর্তন করে দেবে I