‘মা দুর্গা তুমি যেমন অসুর বধ করেছো, তেমনি ২০২১, এ এই বাংলায় মমতাহীন দস্যুকে বধ করো’। বাঁকুড়ার তালডাংরার হাড়মাসড়া বাসস্ট্যাণ্ডে দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই ভাষাতেই নাটকীয় ভঙ্গিতে আসন্ন শারদোৎসবের আগে দেবী দূর্গার কাছে প্রার্থণা জানালেন বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার।
তৃণমূলকে তীব্র আক্রমণ ( বাঁকুড়া )
তৃণমূলকে তীব্র আক্রমণ ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Dienstag, 13. Oktober 2020
এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে তৃণমৃলের গ্রামে চলো অভিযান প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার নাম না করে বলেন, ‘বাঁকুড়ার মন্ত্রী গ্রামে চলো শুরু করেছেন।
গ্রামের মানুষ কেউ পাত্তাই দিচ্ছেনা। পারলে একটা চাটি মেরে দিবে। আর জেলার নেতাদের পিছনে লাথি মেরে সোজা কালীঘাটে পাঠিয়ে দিন বলেও তিনি কর্মীদের উৎসাহিত করেন।