এসিএন লাইফ নিউজ ডেক্স, ৭ অগাস্ট : ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার আক্রান্ত হলেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রায়, জয়া দত্ত । ধলাই জেলার আমবাসায় আক্রান্ত হন দলের সদস্যরা । তাঁর গাড়িকে লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয় বলে অভিযোগ ।
ফেসবুক লাইভে দেবাংশু জানান, ইঁট ছোঁড়ার ফলে যুব তৃণমূল নেতা সুদীপ রাহার মাথা ফেটেছে । জয়া দত্তের গাল কেটে গেছে । পুলিশ ঘটনাস্থানে থাকলেও নিষ্ক্রিয় ছিল । তাঁদের কাছ থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি । বিপ্লব দেবের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি ।
এদিন ফেসবুক লাইভ ভিডিয়োতে দেখা যায়, তাঁর গাড়ির কাঁচ ভেঙে পড়েছে । মাথায় আঘাত পেয়ে মাটিতেই বসে পড়েন সুদীপ রাহা । ঘটনায় সরাসরি বিজেপির দিকে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, পরিকল্পিতভাবে তাঁদের উপর হামলার চালানো হয়েছে ।
এদিকে এই হামলা প্রসঙ্গে পালটা তৃণমূলকেই তোপ দাগলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, ‘কেউ হামলা করেনি । নাটক করছে তৃণমূল ।’