শহীদ দিবসের সমর্থনের শেষ মুহূর্তে প্রচারে ঝড় তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ দিবসের সমর্থনে মহা মিছিল করল ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন ভাতার দলীয় কার্যালয় থেকে একটি মহামিছিল বের হয়ে গোটা ভাতার বাজার পরিক্রমা করে। ভাতার বাজার নাসিক নামে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সান্তনু কোনার, ব্লক যুব সভাপতি অমিত কুমার হুই, পঞ্চায়েত সমিতির দলনেতা বাসুদেব যশ, সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বর্গ থেকে কর্মী সমার্থকরা।
– ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট