বীরভূমের দুবরাজপুর বাস স্ট্যাণ্ডের সামনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ
সারা রাজ্যের পাশাপাশি আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর ও দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ করা হয় দুবরাজপুর বাস স্ট্যাণ্ডের সামনে। এদিন মূলত, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে, বাংলাকে বঞ্চনা করার প্রতিবাদে এবং সরকারি সংস্থাকে বেসরকারীকরণের প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ।
এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক নরেশ চন্দ্র বাউরী, দুবরাজপুর পৌরসভার প্রশাসক তথা তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর শহর সভাপতি পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার এডমিনিসট্রেটর বোর্ডের সদস্য মীর্জা সৌকত আলী, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সেখ নাজির উদ্দিন, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ রফিউল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন উপস্থিত নেতারা বিজেপির এই বেসরকারীকরণ নীতির প্রতিবাদ জানান। পাশাপাশি তাঁরা বিজেপিকে তীব্র কটাক্ষ করেন।