বিধানসভা ভোটের আগে ঘর গোছাতে মরিয়া সব দলই। দলীয় কর্মীদের অক্সিজেন যোগানসহ তাদেরকে নতুন করে ঘরে ফিরে আনার দায়িত্ব। নিয়েছে সব দলই। আজ। আজ বিকেলে হাওড়া জগতবল্লভপুর তৃণমূলের বিধানসভার বিধায়ক আব্দুল গনির নেতৃত্বে।
বিজেপি এবং সিপিএম থেকে তৃণমূলে যোগ দিলেন 50 জন কর্মী। এবং বিধায়ক বলেন প্রায় 200 জন কর্মীর একটি লিস্ট তাদের কাছে এসেছে। তবে করোনার আবহে একসঙ্গে এত লোককে এক জায়গায় জমায়েত করা সম্ভব নয় তাই আজ সিপিএম এবং বিজেপি থেকে আসা 50 জন নেতৃত্বকে।
পতাকা তুলে দিলেন বিধায়ক আব্দুল গনি। এবং তিনি এও জানান বাকিদের সহকর্মীকে তারাই দলের পতাকা তুলে দেবেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ ফিরিয়ে আনতে হবে ঘরের ছেলেদেরকে তাই তাদেরকে নতুনভাবে দলে ফিরিয়ে নিতে পেরে অনেকটাই খুশি বিধায়ক আব্দুল গনি।এবং তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে। অনুপ্রাণিত হয়। তারা ঘরে ফিরেছেন এবং তাদের যোগ্য সম্মান দিয়েই তাদের পার্টিতে জায়গা করে দেয়া হবে। । ভোটের আগে এই চিত্র রোজি ইদেখা যাবে