জেলা সভাপতির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো 500 টি পরিবার। শনিবার পান্ডুয়ার তেলিপাড়া মোড়ে এক সভার আয়োজন করে তৃণমূল সেই সভাতেই পান্ডুয়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে তপশিলি জাতি ও উপজাতির 500 টি পরিবার তৃণমূলে যোগ দেয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব।
তিনি বলেন 2019 এর লোকসভা নির্বাচনে বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসেছিল এখন তারা বুঝতে পেরেছে তাই তৃণমূলে যোগদান করছে মুখ্যমন্ত্রীর উন্নয়নের শামিল হতে।
এদিকে বিজেপির দাবি তাদের কোন লোক বিজেপিতে যোগদান করেনি। তৃণমূলের রাজনৈতিক দলের জন্মই মিথ্যা থেকে। তারা মানুষের কাছে মিথ্যে কথা বলছে তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার হয়ে রয়েছে।
তৃণমূলের নিজেদের লোককে সাজিয়ে তারা যোগদান করিয়েছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চট্টোপাধ্যায়,চম্পা হাজরা, রহিম নবী, সঞ্জীব ঘোষ, বিরাজ চৌধুরী সহ তৃণমূল কর্মীরা।