শনিবার সন্ধ্যায় হুগলি জেলার বলাগড় বিধানসভার বলাগড়ে বারুইপাড়া তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দদের পরিচালনায় বাড়ুইপাড়া কালীতলা নেতাজী সংঘ ময়দানে আট দলীয় দিবারাত্রীর ম্যাচ অনুষ্ঠিত হল।
উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবি, সংগ্রাম মুখার্জি, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শান্তনু ব্যানার্জি, অতনু ব্যানার্জি, হুগলি জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সঞ্জয় দাস, বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল পাল, জয়দীপ মুখার্জি সহ বিশিষ্টজনেরা।
খেলায় জনসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো।