বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। দামামা বেজেই গেছে। রাজ্য জুড়ে ভোট ভোট রব। শাসকদলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গেছে। কিন্তু গোষ্ঠি-কোন্দল থেকে রেহাই মিলছে না। আবারও প্রকাশ্যে মালদহের ৪৬ নম্বর বিধানসভা হরিশ্চন্দ্রপুরের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। সংগঠনের পূরাতন কর্মীদের অভিযোগ তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে না।
এদিকে রাজ্যজুড়ে এবারে শাসকদলের শ্লোগান খেলা হবে। কিন্তু গোষ্ঠী কোন্দলের জেরেই হোক বা অন্য কোন কারণেই হোক হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় পুরনো কর্মীদের অভিযোগ এবারে তাদের নির্বাচনী প্রচারে ডাকা হচ্ছে না। এমনকি সরিয়ে দেওয়া হয়েছে ব্লকের গুরুত্বপূর্ণ পদ থেকেও।
এলাকায় যিনি প্রার্থী হয়েছেন তার তরফ থেকেও কোনো ডাক আসছে না প্রচারে নামার জন্য। রাজ্যজুড়ে বিধানসভায় খেলা হবে স্লোগান থাকলেও তাই এবার সরাসরি মাঠে নেমে খেলতে আগ্রহ পাচ্ছেন না দলের পুরোনো এবং সক্রিয় কর্মীরা। তাদের বক্তব্যে জানা গেছে এবার তারা মাঠের বাইরে থেকেই হাততালি দিয়ে দলকে সমর্থন জানাবেন।
কারণ খেলাতে তাদের অংশগ্রহণকে ব্রাত্য করে রেখেছে দলের ব্লক এবং জেলা নেতৃত্ব বিধানসভার শাসকদলের পদপ্রার্থী তজমুল হোসেনও। যদিও ড্যামেজ কন্ট্রোলে’ নেমেছে ব্লক এবং তৃণমূল জেলা নেতৃত্ব। তাদের বক্তব্য কর্মীদের মান অভিমান থাকতেই পারে। কিন্তু এটা সঠিক সময় নয়। ভাঙ্গানোর চেষ্টা চলছে বলে নেতৃত্বের বক্তব্য। যদিও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।