রাত পোহালেই ৭৫ তম স্বাধীনতা দিবস পালন হবে । এই কথা মাথায় রেখে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ভাতার থানা র পুলিশ প্রশাসন । রবিবার সকাল থেকেই বিভিন্ন রাস্তায় চলে না কা চেকিং । ভাতার থানার ওসির নেতৃত্বে বিভিন্ন বাজারে চলে তল্লাশি অভিযান ।
এর পাশাপাশি টোটো চালকদের সতর্কবার্তা দেয়া হয় । সন্দেহজনক কোন ব্যক্তিকে দেখলে থানায় জানাতে বলা হয় । স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তা আটো শাটো করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভাতার থানার পুলিশ ।